সজনি ও না মোর কে ?
ক্ষেণেক দাঁড়ায়ে শুনিঞা যাও
বাঁশী কেনে দুখ দে।।
কানুর বাঁশীটি দুপুরিয়া ডাকাতি
সরবস হরি নিলে।
হিয়া ধকধকি পরাণ পাগলী
কে মোরে এমতি কৈলে।।
এমতি বেভার না বুঝি তাহার
পিরীতি যাহার সনে।
বেকতি করিয়া কেনে না বুঝিলে
এমতি করিলে কেনে।।
দোষ পরিহর বাঁশীটি সম্বর
মুই হব তব দাসী।
চণ্ডীদাস বোলে মোর মনে লয়ে
কালার সরবস বাঁশী।।