• সাঁজে নিবাইল বাতি কত পোহাইব রাতি
    সাঁজে নিবাইল বাতি কত পোহাইব রাতি গুণ গণি হৃদয় বিদরে। না হয় মরণ না রহে জীবন মরম কহিব কারে।। সই, কি ছিল আমার করমে। রোপিল কলপলতা না হল তাহার পাতা শুকাইয়া গেল সেই ঠামে ।।ধ্রু।। জনম অবধি করি ক্ষীর নীর ধরি সিঞ্চিল ও লতামুলে। ক্ষীরের গরিমা নীরের যে সীমা হরিয়া লইল আনলে।। যাহার লাগিয়া সকল […] keyboard_arrow_right
  • সাঁজে নিবাইল বাতি কত পোহাইব রাতি
    সাঁজে নিবাইল বাতি কত পোহাইব রাতি গুণগুণি হৃদয় বিদরে। না হয় মরণ না রঁহে জীবন মরম কহিব কারে।। সই, কি ছিল আমার করমে। রোপিল কলপলতা না হল তাহার পাতা শুকাইয়া গেল ঠামে।। জনম অবধি ক্ষীর নীরে করি সিচিল ও লতামূলে। ক্ষীরের গরিমা নীরের সীমা হরিয়া লইল আনলে।। যাহার লাগিয়া সকল ছাড়িয়া মন হৈল বনবাসী। চণ্ডীদাসে […] keyboard_arrow_right
  • সুখের লাগিয়া রন্ধন করিলু
    সুখের লাগিয়া রন্ধন করিলু ঝালেতে জ্বলিল দেহ। স্বাদু সে নহিল জাতি সে গেল ব্যঞ্জন খাইবে কেহ।। সই, ভোজনে বিস্বাদ ভেল। কানুর পীরিতি রভস এমতি কি জানি কেমন হল।।ধ্রু।। পীরিতি-রসের সায়র দেখিয়া আরতি বাঢ়ালুঁ তাতে। তবে সে সজনি দিবস রজনী আনল উঠির চিতে।। উঠিতে উঠিতে অধিক উঠিল পীরিতি ডুবিল দেহ। নিমে লুণে সুধা একত্র করিয়া ঐছন […] keyboard_arrow_right
  • সুখের লাগিয়া এ ঘর বাঁধিলু
    সুখের লাগিয়া এ ঘর বাঁধিলু অনলে পুড়িয়া গেল। অমিয়া-সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।। সখি, কি মোর করম-লেখি। শীতল বলিয়া ও চাঁদ সেবিলুঁ ভানুর কিরণ দেখি।। ধ্রু উচল বলিয়া অচলে চড়িলু পড়িলুঁ অগাধ জলে। লছমি চাহিতে দারিদ্র্য বেঢ়ল মাণিক হারালুঁ হেলে।। নগর বসালাম সাগর বাঁধিলাম মাণিক পাবার আশে। সাগর শুকাল মাণিক লুকাল অভাগীর করম দোষে।। […] keyboard_arrow_right
  • সুখের পীরিতি আনন্দের রীতি
    সুখের পীরিতি আনন্দের রীতি দেখিতে সুন্দর হয়। কাঞ্চন পীযূষে মদন সহিতে মাখিলে সে রসময়।। সই, কেমন কারিগর সেহ। এ সব সংযোগ কেমনে করিলে কেমনে গড়িলে দেহ।। ধ্রু।। সিন্ধুর ভিতরে অমিয়া থাকয়ে কেমনে পাইল সেহ। মাটীর ভিতরে কাঞ্চন গড়য়ে সন্দেহ এ বড়ি এহ।। মদন-মাদন থাকে কোন স্থানে বুঝিতে সন্দেহ এহ। এ তিন আনিয়া একত্রে ছানিয়া গড়িল […] keyboard_arrow_right
  • সুখের পীরিতি আনন্দ যে রীতি
    সুখের পীরিতি আনন্দ যে রীতি দেখিতে সুন্দর হয়। কাঞ্চন পীযূষে মদন সহিতে মাখিলে এমতি লয়।। সই, কেমন কারিকর সেহ। এ সব সংযোগ কেমনে করিলে কেমনে গড়িলে দেহ।। সিন্ধুর ভিতরে অমিয়া থাকয়ে কেমতে পাইল এ। মাটীর ভিতরে কাঞ্চন গড়য়ে সন্দেহ এ বড়ি এ।। মদন-মাদন থাকে কোন স্থানে বুঝিতে সন্দেহ হয়। এ তিন আনিয়া একত্রে ছানিয়া গড়িল […] keyboard_arrow_right
  • সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
    সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আগুনে পুড়িয়া গেল। অমিয়া-সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।। সখি, কি মোর, কপালে লেখি। শীতল বলিয়া ও চাঁদ সেবিনু ভানুর কিরণ দেখি।। উচল বলিয়া অচলে চড়িনু পড়িনু অগাধ জলে। লছমি চাহিতে দারিদ্র্য বেড়ল মাণিক হারানু হেলে।। নগর বসালেম সগর বাঁধিলাম মাণিক পাবার আশে। সাগর শুকাল মাণিক লুকাল অভাগীর করম-দোষে।। পিয়াস […] keyboard_arrow_right
  • সুখের লাগিয়া রন্ধন করিনু
    সুখের লাগিয়া রন্ধন করিনু জ্বালাতে জ্বলিল দে। স্বাদু নহিল জাতি সে গেল ব্যঞ্জন খাইবে কে।। সই ভোজন বিস্বাদ হৈল। কানুর পিরীতি হেন রসবতী স্বাদ গন্ধ দূরে গেল ।।ধ্রু।। পিরীতি রসের নাগর দেখিয়া আরতি বাঢ়াইনু তাতে। তভু সে সজনি দিবস রজনী অনল উঠিল চিতে।। উঠিতে উঠিতে অধিক হইল পিরীতে ডুবিল দেহ। নিমে সুধা দিয়া একত্র করিয়া […] keyboard_arrow_right
  • সুখের লাগিয়া রন্ধন করিনু
    সুখের লাগিয়া রন্ধন করিনু ঝালেতে ঝালিল দে। স্বাদু নহিল জাতি সে গেল ব্যঞ্জন খাইবে কে।। সই, ভোজন বিস্বাদ হৈল। কানুর পীরিতি রস এই মতি কি জানি কেমন হল।। পীরিতি রসের নাগর দেখিয়া আরতি বাড়াইনু তাথে। তবে সে সজনি দিবস রজনী আনল উঠিল চিতে।। উঠিতে উঠিতে অধিক উঠিল পীরিতে ডুবিল দেহ। নিমে দুধ দিয়ী একত্র করিয়া […] keyboard_arrow_right
  • সুখের সায়রে সুব দেববরে
    সুখের সায়রে সুব দেববরে মথিতে লাগল তাই । সভে এক মন জত দেবগণ উপমা কহিতে নাই।। প্রথম মথনে উঠল তাহাতে আনন্দ রসের পী। ফলের ভিতরে একটি আখর পায়ল কহিব কী।। আনন্দ-মগন জত দেবগণ নাচিয়া আনন্দ বড়ি। খোজল দেখল আনন্দ বৈভব বিলাস-ঐশ্চর্য্য ছাড়ি।। ফলের ভিতরে আনন্দ-আখর উঠিল রসের পী। মগন হইলা সব দেবগণ তাহা না কহিব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ