• কানু কলাবতি মরম সন্ধান
    কানু কলাবতি মরম সন্ধান। রাসরভসরস দুহুঁ ভাল জান।। করতল চুম্বন চিবুকহি হাত। ধনি বিহসী ভুজ রাখল মাথ।। নাহ বাহু গহি সুবিনয় বোল। স্মিতমুখী সরস নেহারই থোর।। ইঙ্গিতে নাগর তেজল বিচারি। করই আলিঙ্গন বাহু পসারি।। হিয়মীলনে প্রিয় অতি উতরোল। ধকধক অন্তর গদগদ বোল।। বিলসই নাগর নওল কিশোর। রায় বসন্ত কহ রসের হিলোর।। keyboard_arrow_right
  • কানু পরিবাদ মনে ছিল সাধ
    কানু পরিবাদ মনে ছিল সাধ সফল করিল বিধি। কুজন বচনে ছাড়িব কেমনে সে হেন গুণের নিধি।। বঁধুর পীরিতি শেলের ঘা পহিলে সহিল বুকে। দেখিতে দেখিতে ব্যথাটি বাড়ল এ দুখ কহিব কাকে।। হিয়া দর দর করে নিরন্তর যারে না দেখিলে মরি। হিয়ার ভিতরে কি শেল সাঁধাইল বল না কি বুদ্ধি করি।। অন্য ব্যথা নয় বোধে শোধে […] keyboard_arrow_right
  • কানু সে জীবন জাতি প্রাণ ধন
    কানু সে জীবন জাতি প্রাণ ধন দু খানি আঁখির তারা। পরাণ অধিক হিয়ার পুতলি নিমিখে নিমিখে হারা।। তোরা কুলবতী ভজ নিজ পতি যার মনে যেবা লয়। ভাবিয়া দেখিলুঁ শ্যাম বন্ধু বিনে আর কেহ মোর নয়।। কি আর বুঝাও ধরম করম মন স্বতন্তর নয়। কুলবতী হইয়া পিরীতি আরতি আর কার জানি হয়।। যে মোর করমে লিখন […] keyboard_arrow_right
  • কানু সে জীবন জাতি প্রাণ ধন
    কানু সে জীবন জাতি প্রাণ ধন এ দুটি আঁখির তারা। পরাণ-অধিক হিয়ার পুতলি নিমিখে নিমিখে হারা।। তোরা কুলবতী ভজ নিজপতি যার মনে যেবা লয়। ভাবিয়া দেখিলাম শ্যাম বঁধু বিনে আর কেহ মোর নয়।। কি আর বুঝাও ধরম করম মন সতন্তর নয়। কুলবতী হৈয়া পীরিতি আরতি আর কার জানি হয়।। যে মোর করমে লিখন আছিল বিহি […] keyboard_arrow_right
  • কানু-পরিবাদ মনে ছিল সাধ
    কানু-পরিবাদ মনে ছিল সাধ সফল করিল বিধি। কুজন-বচনে ছাড়িব কেমনে সেহেন গুণের নিধি।। বঁধুর পীরিতি শেলের সমান পহিলে পশিল বুকে। দেখিতে দেখিতে ব্যথাটি বাঢ়িল এ দুখ কহিব কাকে।। হিয়া দরদর করে নিরন্তর যারে না দেখিলে মরি। হিয়ার ভিতরে কি শেল সামা’ল বল না কি বুদ্ধি করি।। অন্য ব্যথা নয় বোধে শোধে রয় হিয়ার মাঝারে থুয়া। […] keyboard_arrow_right
  • কানুর পিরীতি চন্দনের রীতি
    কানুর পিরীতি চন্দনের রীতি ঘষিতে সৌরভময়। ঘষিয়া আনিয়া হিয়ায় লইতে দহন দ্বিগুণ হয়।। সই কে বলে পিরীতি হীরা। সোনায় মুড়িয়া হিয়ায় করিতে দুখ উপজিলা ফিরা।।ধ্রু।। পরশ পাথর বড়ই শীতল কহয়ে সকল লোকে। মুঞি অভাগিনী লাগিল আগুনি পাইলুঁ এতেক শোকে।। সব কুলবতী করয়ে পিরীতি এমত না হয় কারে। এ পাপ পড়সী ডাকিনী সদৃশী সকলে দোষয়ে মোরে।। […] keyboard_arrow_right
  • কানুর পীরিতি চন্দনের রীতি
    কানুর পীরিতি চন্দনের রীতি ঘসিতে সৌরভময়। ঘসিয়া আনিয়া হিয়ায় লইতে দ্বিগুণ জ্বালা যে হয়।। সই, কে বলে পীরিতি হীরা। সোনায় জড়িয়া হিয়ায় করিতে দুখ সে লাগিল ফিরা।। পরশ-পাথর হয় যে শীতল বলে যে সকল লোকে। আমি অভাগিনী পীরিতি না জানি এতেক পাইলুঁ শোকে।। সব কুলবতী করয়ে পীরিতি এমতি না হয় তারে। এ পাড়া-পড়সী ডাকিনী-সদৃশী সকলি […] keyboard_arrow_right
  • কানুর পীরিতি চন্দনের রীতি
    কানুর পীরিতি চন্দনের রীতি ঘসিতে সৌরভময়। ঘসিয়া আনিয়া হিয়ায় লইতে দহন দ্বিগুণ হয়।। সই,কে বলে পীরিতি হীরা। সোনায় জড়িয়া হিয়ায় করিতে দুধ সে লাগিল ফিরা।। পরশ পাথর হয় যে শীতল বলয়ে সকল লোকে। আমি অভাগিনী পীরিতি না জানি কতেক পাইনু শোকে।। সব কুলবতী করয়ে পীরিতি এমতি না হয় তারে। এ পাপ পড়সী সকল ডাহিনী সকলি […] keyboard_arrow_right
  • কানুর পীরিতি মরণের সাথি
    কানুর পীরিতি মরণের সাথি বুঝিল এতেক দিনে। মরিলে ছাড়িবে সঙ্গে কি যাইবে কহ না ইহার বিধানে।। সই, জীয়ন্তে এমন জ্বালা। জাতি কুল শীল সকলি ডুবিল ছাড়িলে না ছাড়ে কালা।। শয়নে স্বপনে না করিয়া মনে ধরম গণিয়ে থাকি। আসিয়া মদন দেয় কদর্থন অন্তরে উঠয়ে উকি।। সরোবর মাঝে মীন যেন থাকে উঠে অগ্নি দেখিবারে। ধীবর কাল হাতে […] keyboard_arrow_right
  • কানুর পীরিতি মরণের সাথি
    কানুর পীরিতি মরণের সাথি বুঝিলু এতেক দিনে। মরিলে ছাড়িবে সঙ্গে কি যাইবে কহ না ইহার বিধানে।। সই, জীয়ন্তে এমন জ্বালা। জাতি কুল শীল সকলি ছাড়িল তবুত না ছাড়ে কালা।।ধ্রু।। শয়নে স্বপনে না করিয়ে মনে ধরম গণিয়া থাকি। আসিয়া মদন দেয় কদর্থন অন্তরে জ্বালয়ে উকি।। সরোবর মাঝে মীন যেন থাকে উঠে তপন দেখিবারে। ধীবর যে কাল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ