• কেহ হও দাম শ্রীদাম সুদাম
    কেহ হও দাম শ্রীদাম সুদাম সুবলাদি যত সখা। চল যাব বনে নটবর সনে কাননে করিব দেখা।। পর পীত ধড়া মাথে বান্ধ চূড়া বেণু লও কেহ করে। হারে রে রে বোল কর উচ্চ রোল যাইব যমুনা-তীরে।। পর ফুল-মালা সাজহ অবলা সবারে যাইতে হবে। দাম বসুদাম সাজ বলরাম যাইতে হইবে সবে।। যোগমায়া তখন কহিছে বচন রাখাল সাজহ […] keyboard_arrow_right
  • কেহ হও দাম শ্রীদাম সুদাম
    কেহ হও দাম শ্রীদাম সুদাম সুবলাদি যত সখা। চল যাব বনে নটবর সনে কাননে করিব দেখা।। পর পীতধড়া মাথে বাঁধ চূড়া বেণু লও কেহ করে। হারে রে রে বোল কর উচ্চ রোল যাইব যমুনাতীরে।। পর ফুলমালা সাজাহ অবলা সবারে যাইতে হবে। দাম বসুদাম সাজ বলরাম যাইতে হইবে সবে।। যোগমায়া তখন কহিছে বচন রাখাল সাজহ রাই। […] keyboard_arrow_right
  • কেহ হও দাম শ্রীদাম সুদাম
    “কেহ হও দাম শ্রীদাম সুদাম সুবলাদি যত সখা। চল যাব বনে নটবর সনে কাননে করিব দেখা।। পর পীত ধড়া মাথে বাঁধ চূড়া বেণু লও কেহ করে। ‘হারে রে রে’ – বোল কর উচ্চরোল যাইব যমুনাতীরে।। পর ফুলমালা সাজাহ অবলা সবারে যাইতে হবে। দাম বসুদাম সাজ বলরাম যাইতে হইবে সবে।।” যোগমায়া তখন কহিছে বচন- “রাখাল সাজহ […] keyboard_arrow_right
  • কো উহ নব যুবরাজ
    কো উহ নব যুবরাজ। জলদবরণ নট সাজ। শুনইতে তছু পরসঙ্গ। অবশ হোয়ল সব অঙ্গ।। বিসরলুঁ গুরুজন কাজ। খোয়লু কুলভয় লাজ।। ধৈরজ রহল না থোর। নয়ন আগোরল লোর।। যাহা রহু সো নটরায়। তাহা চলইতে চিত ধায়।। নরহরি যতনে নেবারি। রহই না শকতি সম্ভারি।। keyboard_arrow_right
  • কোথাকারে যাও রাধে আমারে ছাড়িয়ে
    কোথাকারে যাও রাধে আমারে ছাড়িয়ে। হইয়াছি পথের দানী তোমার লাগিয়ে।। ব্রহ্মা আদি দেব যত না পায় ধেয়ানে। সো হরি মিনতি করে নাহি শুন কাণে।। তোমার লাগিয়া হাম বৃন্দাবন কৈল। তুয়া গুণ গাইবারে মুরলী শিখিল।। বিরলে পাইয়াছি নাগল না দিব ছাড়িয়া। বলরাম দাসে কয় উলসিত হৈয়া।। keyboard_arrow_right
  • কৌতুকে দুহুঁ কুল কমল তেয়াগলুঁ
    কৌতুকে দুহুঁ কুল- কমল তেয়াগলুঁ যো পদপঙ্কজআশ। পাউখ মীন দিন জনু লাগল না গুণল মরণ-তরাস।। সজনি নিকরুণহৃদয় মুরারি। অব ঘর যাইতে ঠাম নাহি পাইয়ে পরিজন দেওই গারি।। গগনক চান্দ পাণিতলে বারলুঁ সাগরে নগর-বেভার। অমিয়াঘট বলি দুহাথ পসারলুঁ পায়লুঁ গরলক ধার। সুরতরুতলে হম জনম গোঙায়ব ঐছন চিতে ছিল ভান। জ্ঞানদাস কহ সো দিন দূর গেয়ো কঠিন […] keyboard_arrow_right
  • ক্ষেণে রাধাপথ পানে চাই
    ক্ষেণে রাধাপথ পানে চাই। মুগধ সে লুবধ মাধাই।। কুঞ্জে লুটত মহি ঠাম। রাধা রাধা নাম করি গান।। কোথা রাধা সুকুমারী গোরী। হেরত নয়ন পসারি।। পুনঃ মুদিত দুই আঁখি। ধনিমণি কতি নাহি দেখি।। একলি কুঞ্জে নিকুঞ্জে। গান করত কত পুঞ্জে।। হা রাধা হা রাধা তনু আধ। হেরইতে পুন ভেল সাধ।। তো বিনু সব ভেল বাধা। হৃদিপর […] keyboard_arrow_right
  • গজেন্দ্র গমনে নিতাই চলয়ে মন্থরে
    গজেন্দ্র গমনে নিতাই চলয়ে মন্থরে। যারে দেখে তারে ভাসায় প্রেমের পাথারে।। পতিত দুর্গত পাপীর ঘরে ঘরে গিয়া। ব্রহ্মার দুর্লভ প্রেম দিছেন যাচিয়া।। যে না লয় তারে কয় দন্তে তৃণ ধরি। আমারে কিনিয়া লও বোল গৌর হরি।। তো সভার লাগিয়া কৃষ্ণের অবতার। শুন নাই গৌরাঙ্গসুন্দর নদীয়ার।। যে পহুঁ গোকুল-পুরে নন্দের কুমার। তো সভার লাগিয়া এবে কৈল […] keyboard_arrow_right
  • গুরুজনার জ্বালায় প্রাণ করয়ে বিকলি
    গুরুজনার জ্বালায় প্রাণ করয়ে বিকলি। দ্বিগুণ আগুন দেয় শ্যামের মুরলী।। উভ হাতে তোমায় মিনতি করি আমি। মোর নাম লৈয়া আর না বাজিহ তুমি।। তোর স্বরে গেল মোর জাতিকুলধন। কত না সহিব পাপ লোকের গঞ্জন।। তোরে কহি বাঁশিয়া নাসিয়া সতীকুল। তোর স্বরে মুঞি অতি হৈয়াছি আকুল।। আমার মিনতি শত না বাজিহ আর। জ্ঞানদাস কহে উহার ওই […] keyboard_arrow_right
  • গৃহেতে বসিয়া মনেরে কহিলুঁ
    গৃহেতে বসিয়া মনেরে কহিলুঁ আর না বলিব কালা। তভু ত পরাণে আন নাহি জানে কালা হইল জপমালা।। সই আর না বলিস মোরে। কালিয়া বরণ মনেতে পড়িলে যে বড়ি প্রমাদ করে।। কালিয়া বরণে পরাণ পাগলি মনে আন নাহি লয়ে। কালিয়া বরণে করিল পাগলি না জানি আর কি হয়ে।। যমুনার জল গাগরী ভরিতে দেখিলুঁ কালিয়া চাঁদ। চণ্ডীদাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ