• পহিল বয়েস একে আরে নব আরতি
    পহিল বয়েস একে আরে নব আরতি আয় তাহে কানুর সোহাগ। এত রস আদর বাদ করিল বিহি কুলবতী কেমন অভাগ।। সজনি না জানিয়ে এত পরমাদ। একে মোর অন্তর পোড়য়ে নিরন্তর তিল এক নাহি অবসাদ।। গৃহে গুরু দুরুজন ভয়ে সভয় মন তাহাতে অধিক শ্যাম-নেহা। নহিয়ে স্বতন্তর কানুর বিচ্ছেদ-ডর সে তাপে তাপিত দুন দেহা।। কিবা করি কিবা হয় […] keyboard_arrow_right
  • পহিলহি প্রেমক সায়রে ডুবলুঁ
    পহিলহি প্রেমক সায়রে ডুবলুঁ অব বুঝলুঁ পরিণামে। মাণিক জানি পরশে চিত পরশল অব বিঘটন কোন ঠামে।। সজনি তুহুঁ জনি বিছুরসি মোয়। নাহ সোহাগে আছলুঁ জগবল্লভা অব হেরি পুছয়ি না কোই।।ধ্রু।। নিতি নিতি অনুসর মালতী মধুকর পুণ্যে পরশ কেহো পায়। আহা নিরগুণি ধনী কুসুম নাম ধরু শিমরি চরণে লুটায়।। সময় বসন্ত বদরী তরু জীবই ঐছন গতি […] keyboard_arrow_right
  • পাপ পরাণে কত সহিবেক জ্বালা
    পাপ পরাণে কত সহিবেক জ্বালা। শিশুকালে মরি গেলে হইত যে ভালা।। জ্বালা জঞ্জাল সই তবে সে পরিহরি। ছেদন করিয়া দেও পীরিতের ডূরি।। তেমতি নহিলে যার এমতি ব্যাভার। কলঙ্ক-কলসী লৈয়া ভাসিব পাথার।। চণ্ডীদাস কহে এই বাশুলীকৃপায়। পীরিতি লাগিয়া কেন ভাসিবে দরিয়ায়।। keyboard_arrow_right
  • পাপ-পরাণে কত সহিবেক জ্বালা
    পাপ-পরাণে কত সহিবেক জ্বালা। শিশুকালে মরি গেলে হইত যে ভালা।। জ্বালা জঞ্জাল সই তবে পরিহরি। ছেদন করিয়া দেও পীরিতের ডুরি।। তেমতি নহিলে যার এমতি ব্যাভার। কলঙ্ক-কলসী লৈয়া ভাসিব পাথার।। চণ্ডীদাসে কহে ইহা বাশুলী কৃপায়। পীরিতি লাগিয়া কেন ভাসিবে দরিয়ায়।। keyboard_arrow_right
  • পাপী মাঘে পহুঁ কয়ল সন্ন্যাস
    পাপী মাঘে পহুঁ কয়ল সন্ন্যাস। তবহি গেও মঝু জীবন-আশ।। দিনে দিনে ক্ষীণতনু ঝরয়ে নয়ন। গোরা বিনু কত দিন ধরিব জীবন।। অবহু বসন্ত সময় সুখময়। এ ছার কঠিন প্রাণ বাহির না হয়।। যত যত পিরীতি করল পুহঁ মোর। সোঙারিতে জীউ এবে হোয়ত ভোর।। কহে রামানন্দক সোই প্রাণনাথ। কবে নিরখিব আর গদাধর সাথ।। keyboard_arrow_right
  • পিরীতি লাগিয়া দিনু পরাণ নিছনি
    পিরীতি লাগিয়া দিনু পরাণ নিছনি। কানু বিনে দোসর দু কানে নাহি শুনি ।। নিরখিয়া রূপ আরতি নাহি টুটে। বোল কি বলিতে পারি যত চিতে উঠে।। মনোদুখে হৃদয়ে সদাই সোঙরিয়ে। কানু পরসঙ্গ বিনু তিলেক না জীয়ে।। যাহার লাগিয়া আমি কাঁদি দিবারাতি। নিছিয়া লইব তারে করিয়া খেয়াতি।। আর যত অভিলাষ দিনু বঁধুর পায়। বড়ু চণ্ডীদাস কহে যেবা […] keyboard_arrow_right
  • পীরিতি লাগিয়া দিনু পরাণ নিছনি
    পীরিতি লাগিয়া দিনু পরাণ নিছনি। কানু বিনে দোসর দু কাণে নাহি শুনি।। রূপ নিরখিয়া আরতি নাহি ছুটে। বোল কি বলিতে পারি যত উঠে চিতে।। মনোদুখে হৃদয়ে সদাই সোঙরিয়ে। কানুপরসঙ্গ বিনু তিলেক না জীয়ে।। যাহার লাগিয়া আমি কাঁদি দিবারাতি। নিছিয়া লয়েছি তারে কুল শীল জাতি।। আর যত অভিমান দিনু বঁধুর পায়। বড়ু চণ্ডীদাস কহে যেবা যারে […] keyboard_arrow_right
  • পীরিতি লাগিয়া দিলু পরাণ নিছনি
    পীরিতি লাগিয়া দিলু পরাণ নিছনি। কানু বিনে দোসর দুকানে নাহি শুনি।। কানুরূপ নিরখিয়া রতি নাহি ছুটে। কি বোল বলিব আমি কত চিতে উঠে।। মনোদুখে হৃদয়ে সদাই সোঙরিয়ে। কানুপরসঙ্গ বিনে তিলেক না জীয়ে।। যাহার লাগিয়া আমি কাঁদি দিবারাতি। নিছিয়া লয়েছিতারে করিয়া খেয়াতি।। আর যত অভিলাস দিলু বঁধুর পায়। বড়ু চণ্ডীদাসে কহে যেবা যারে ভায়।। keyboard_arrow_right
  • পুছে পুন পুন কহত সঘন
    পুছে পুন পুন কহত সঘন সে বর-নাগরী-গুণ। পুলক হৃদয় দুখ দূরে গেল কহে রসময় পুন।। কেমন গোপের রমণী যতেক কেমন বালক সখা। কেমন আছেন সে নন্দ যশোদা পুন সে নাহিক দেখা।। কেমন নগর চাতর বাজার কেমন আছয়ে রীতি। সে হেন যমুনা- পুলিন কানন পুরবাসিগণ যতি।। কহ সেই বলি বচন উত্তর শুনিতে পিয়ার বাণী। কি তার […] keyboard_arrow_right
  • পুছে পুন পুন–কহত সঘন
    পুছে পুন পুন– “কহত সঘন সে বর-নাগরী-গুণ।” পুলক-হৃদয় দুখ দূরে গেল কহে রসময় পুন।। “কেমন গোপের রমণী যতেক কেমন বালক সখা। কেমন আছেন সে নন্দ যশোদা পুন সে নাহিক দেখা।। কেমন নগর চাতর বাজার কেমন আছয়ে রীতি। সে হেন যমুনা- পুলিন কানন পুরবাসিগণ যতি।।” কহ সেই বলি বচন উত্তর শুনিতে পিয়ার বাণী। কি আর কহিব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ