• শুন লো রাজার ঝি
    শুন লো রাজার ঝি। লোকে না বলিবে কি।। মিছাই করসি মান। তো বিনু জাগল কান।। আনত সঙ্কেত করি। তাহা জাগাইলা হরি।। উলটি করসি মান। বড়ু চণ্ডীদাস গান।। keyboard_arrow_right
  • শুন লো রাজার ঝি
    শুন লো রাজার ঝি। লোকে বা বলিবে কি।। মিছাই করসি মান। তো বিনু আকুল কান।। আনত সঙ্কেত করি। তাহা জাগাইলা হরি।। উলটি কবলি মান। বড়ু চণ্ডীদাস গান।। keyboard_arrow_right
  • শুন শুন গুণবতি রাই
    শুন শুন গুণবতি রাই। তো বিনু আকুল মাধাই।। কিশলয় শয়ন উপেখি। ভূমি উপর নখ লেখি।। তেজ ধনি অসময় মান। কানুক তুহুঁ সে নিদান।। তুয়া মুখ হৃদি অবগাই। বিলপয়ে অবধি না পাই।। যো জগজীবন মান। তাকর জ্বলত পরাণ।। ভূপতি কি কহব তোয়। তোহে সে পুরুখবধ হোয়।। keyboard_arrow_right
  • শুন শুন বাছা জীবন-কানাই
    শুন শুন বাছা জীবন-কানাই তুমি কি ছাড়িবে মায়। স্ত্রীবধ পাতক ভয় নাহি মান এই সে তোমাতে ভায়। তাহাতে অকাল অঘাত বচন আসি ধুচাওল সাধ। * * * * * * * * * * কে জানে আনন্দ দুখ দিবে বলি স্বপনে নাহিক জানি। মথুরা গমন এ কথা শুনিতে ফাটয়ে মায়ের প্রাণী।। এ শোক পড়িল যখন […] keyboard_arrow_right
  • শুন শুন বাছা, জীবন-কানাই
    “শুন শুন বাছা, জীবন-কানাই, তুমি কি ছাড়িবে মায়। স্ত্রীবধ-পাতক ভয় নহি মান এই সে তোষাতে ভায়।। তাহাতে অকাল আঘাত বচন আসি ঘুচায়ল সাধ। * * * * * * * * * * । কে জানে আনন্দ দুখ দিবে বলি স্বপনে নাহিক জানি। মথুরা-গমন একথা শুনিতে ফাটয়ে মায়ের প্রাণী।। এ শোক পড়িল যখন হিয়ায় তখনি […] keyboard_arrow_right
  • শুন শুন সই গৌরাঙ্গ চাঁদের কথা
    শুন শুন সই গৌরাঙ্গ চাঁদের কথা। না কহিলে মরি কহিলে খাঁকারি এ বড় মরমে ব্যথা।। সুরধুনীতীরে গৌরাঙ্গ সুন্দর সিনান করয়ে নিতি। কুলবধূগণ নিমগন মন ডুবিল সতীর মতি।। ঢল ঢল কাঁচা সোনার বরণ লাবণি জলেতে ভাসে। যুবতী উমতি আউদড় কেশে রহই পরশ আশে।। আধ কুন্তল লোটন পীঠে সোনার কুণ্ডল কানে। মুখ মনোহর বুক পরিসর কে না […] keyboard_arrow_right
  • শুন শুন হে রসিক রায়
    শুন শুন হে রসিক রায়। তোমারে ছাড়িয়া যে সুখে আছিনু নিবেদি যে তুয়া পায়।। না জানি কি ক্ষণে কুমতি হইল গৌরবে ভরিয়া গেনু। তোমা হেন বঁধু হেলায় হারায়ে ঝুরিয়া ঝুরিয়া মনু।। জনম অবধি মায়ের সোহাগে সোহাগিনী বড় আমি। প্রিয়-সখীগণ দেখে প্রাণসম পরাণ-বঁধুয়া তুমি।। সখীগণে কহে শ্যাম সোহাগিনী গরবে ভরয়ে দে। হামারি গৌরব তুঁহু বাঢ়াইলি অব […] keyboard_arrow_right
  • শুন সুনাগর করি জোড় কর
    শুন সুনাগর করি জোড় কর এক নিবেদিয়ে বাণী। এই কর মেনে ভাঙ্গে নাহি যেনে নবীন পীরিতিখানি।। কুল শীল জাতি ছাড়ি নিজ পতি কালি দিয়ে দুই কুলে। এ নব যৌবন পরশ-রতন সঁপেছি চরণতলে।। তিন হি আঁখর করিয়ে আদর শিরেতে লয়েছি আমি। অবলার আশ না কর নৈরাশ সদাই পূরিবে তুমি।। তুমি রসরাজ রসের সমাজ কি আর বলিব […] keyboard_arrow_right
  • শুন সুনাগর, করি জোড় কর
    “শুন সুনাগর, করি জোড় কর এক নিবেদিয়ে বাণী। এই কর মেনে ভাঙ্গে নাহি যেনে নবীন পীরিতি খানি।। কুল শীল জাতি ছাড়ি নিজ পতি কালি দিয়ে দুই কূলে । এ নব যৌবন পরশ-রতন সঁপেছি চরণ-তলে।। তিন হি আঁখর করিয়ে আদর শিরেতে লয়েছি আমি। অবলার আশ না কর নৈরাশ সদাই পূরিবে তুমি।। তুমি রসরাজ রসের সমাজ কি […] keyboard_arrow_right
  • শুন হে চিকণ কালা
    শুন হে চিকণ কালা। বলিব কি আর চরণে তোমার অবলার যত জ্বালা।। চরণ থাকিতে না পারি চলিতে সদাই পরের বশ। যদি কোন ছলে তব কাছে এলে লোকে করে অপযশ।। বদন থাকিতে না পারি বলিতে তেঁই সে অবলা নাম। নয়ন থাকিতে সদা দরশন না পেলাম নবীন শ্যাম।। অবলার যত দুখ প্রাণনাথ সব থাকে মনে মনে। চণ্ডীদাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ