• সব সখী মিলি হৈয়া কুতূহলী
    সব সখী মিলি হৈয়া কুতূহলী আইল সুন্দরী পাশে। রজনী কাহিনী কহ না সজনী কহিছে মধুর-ভাষে।। কহ কহ রসবতি। তোমরা দু-জনে নিকুঞ্জ-কাননে কি সুখে বঞ্চিলে রাতি।।ধ্রু।। আমরা সকলে আছিলু বাহিরে তোমরা মন্দির মাঝ। কত অনুরাগে করিল সোহাগে সে হেন রসিক-রাজ।। তোমার বদনে শুনিব শ্রবণে পূরিব মনের সাধা। নিমানন্দ বোলে হয় কুতূহলে তুরিতে কহ না রাধা।। keyboard_arrow_right
  • সহজই রূপ কলাগুণ আগর
    সহজই রূপ কলাগুণ আগর নাগর বিদগধরাজ। হেরইতে কিশোর কুসুমধনু অলখিতে পৈঠল অন্তর মাঝ।। সজনি পড়ল অকাজ। হেরি হারাইলুঁ নারী ধরম ধন ধৈরজকুলশীললাজ।। কিয়ে মুখচন্দ্রক শিরে শিখিচন্দ্রিকা মেঘে বাসবধনু চন্দ। অতি অপরূপ উদিত অবনী-তলে মিলিত শরদরবিন্দ।। তা সঞে বিজুরি খেলি উজোর নখতপাঁতি লাবণি কো করু ওর। লীলাজলনিধি মাঝে হাম ডুবলুঁ জ্ঞানদাস মন ভোর।। keyboard_arrow_right
  • সাজল শকট চলল নিকট
    সাজল শকট চলল নিকট কান্দিতে কান্দিতে পথে। শুধু দেহ যেন করল গমন পরাণ রহিল ইথে।। লোরে পথে কিছু দেখিতে না পায়ে শোকেতে আকুল মানি। সঘন নিশ্বাস বিষম হুতাশ কহে গদ গদ বাণী।। এইরূপ পাই বিরহ-বেদনা যমুনা হইল পার। শকটের ধ্বনি শুনল শ্রবণে কহয়ে আনন্দে সার।। কোন সখাগণ তুরিতে গমন শকট-শবদ শুনি। গৃহকাজ ফেলি তুরিতে বাহির […] keyboard_arrow_right
  • সাজল শকট চলল নিকট
    সাজল শকট চলল নিকট কান্দিতে কান্দিতে পথে। শুধু দেহ যেন করল গমন পরাণ রহিল ইথে।। লোরে পথে কিছু দেখিতে না পায়ে শোকেতে আকুল মানি। সঘন নিশ্বাস বিষম হুতাশ কহে গদ্‌গদ বাণী।। এইরূপ পাই বিরহ -বেদনা যমুনা হইল পার। শকটের ধ্বনি শুনল শ্রবণে কহয়ে আনন্দে সার।। কোন সখাগণ তুরিতে গমন শকট-শবদ শুনি। গৃহকাজ ফেলি তুরিতে বাহির […] keyboard_arrow_right
  • সিংহদ্বার ত্যজি গোরা সমুদ্র আড়ে ধায়
    সিংহদ্বার ত্যজি গোরা সমুদ্র আড়ে ধায়। কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ সভারে শুধায়।। চৌদিকে ভকতগণ হরিগুণ গায়। মাঝে কনয়াগিরি ধূলায় লোটায়।। আছাড়িয়া পড়ে অঙ্গ ভূমে গড়ি যায়। দীঘল শরীরে গোরা পড়ি মূরছায়।। উত্তান শয়নে মুখ ফেনায় ভরিল। বাসুঘোষের হিয়া গরলে জারিল।। keyboard_arrow_right
  • সুন্দর গৌর সুঘর নটরাজ
    সুন্দর গৌর সুঘর নটরাজ। মনমথ-ভূপ ভুবনজয়ী সাজ।। মঞ্জুগমন মদ-কুঞ্জর ভাঁতি। পহিরণ চারু বসন ঘন কাঁতি।। কুন্তল কুটিল অলক ছবিজাল। ফণি রসনা জিনি তিলক কপাল।। কুণ্ডল শ্রবণে গণ্ড অনুপাম। নাসা গরুড়চঞ্চু ভুরু বাম।। ডগমগ কঞ্জনয়ন গতি বঙ্ক। হাস অমিয় মৃদু বদন-ময়ঙ্ক।। সিংহগীম ভুজ কনক মৃণাল। পীন বক্ষ বিলসত বনমাল।। নাভি গভীর ক্ষীণ কটিদেশ। উলট কদলি ঊরু […] keyboard_arrow_right
  • সুন্দরি ঐছে বিদগধ মন লেই
    সুন্দরি ঐছে বিদগধ মন লেই। বিনি অপরাধে উপেখলি মাধব সখিগণে অপযশ দেই।। সহচরি মেলি চরণ ধরি সাধলু রহলি যৌবন-মদে মাতি। কুটিল নেহারি গারি মুঝে দেয়লি পুন দগধসি নিজ সাথি।। হাম তুয়া লাগি আগি যদি পৈঠব তবহু নহব অব হীতে। হৃদয় বিদারি তোহে দরশায়ব তবহু নহব পরতীতে।। অলখিতে উপেখলি রসবতি আপন সহচরি বচন উপেখি। গোবিন্দদাস কহ […] keyboard_arrow_right
  • সুন্দরি তেজহ নাগরি-সাজে
    সুন্দরি তেজহ নাগরি-সাজে। নাগর শ্যাম বরণ বিনু মোহন মধুর মুরলী নাহিঁ বাজে।। মৃগমদ লেপি সকল তনু ঝাঁপহ শ্যামল হোয়ব দেহ। তুহুঁ নিজ নাম যতন করি ভাবহ বিছুরহ ধন জন গেহ।। কবরি উতারি চূড় সিঁথি চন্দ্রক বান্ধহ আপন মাথে। পীত বসন পরি ত্রিভঙ্গ ভঙ্গিম করি মুরলি ধরহ দুটি হাথে।। মুখ-রস দেই অধর করি আরদ প্রাণ-বায়ু দেহ […] keyboard_arrow_right
  • সুন্দরি দুরে কর বিপরীত রোষ
    সুন্দরি দুরে কর বিপরীত রোষ। বনচর পাখি- বচন শুনি মানিনি না বিচারি গুণ কিয়ে দোষ।। যো যৈছে পাখিক পাঠ পঢ়ায়ত তৈছন কহতহিঁ ভাখি। কাহা সোই কাহা মুঞি কাহা বিলসন ভই এ তুয়া সহচরি সাখী।। তুহুঁ যব মোহে ছোড়ি সুখ ধরি হাম নাহি ছোড়ব তোয়। তুয়া পদনখমণি- হার হৃদয়ে ধরি দিশি দিশি ফীরব রোয়।। এত শুনি […] keyboard_arrow_right
  • সুন্দরি বুঝিলুঁ তোমার ভাব
    সুন্দরি বুঝিলুঁ তোমার ভাব। প্রেম-রতন- গোপতে পাইয়া ভাঁড়িলে কি হবে লাভ।। আন ছলে কহ আনের কথা বেকত পিরিতি-রঙ্গ। রসের বিলাসে অঙ্গ ঢল ঢল রঙ্গিতে প্রেম-তরঙ্গ।। ভাবের ভরে চলিতে না পারে বচন হইলা হারা। কানুর সনে নিকুঞ্জ-বনে রঙ্গেত হৈয়াছে ভোরা।। পুছিলে মনের মরম না কহ এবে ভেল বিপরীত। বলরাম কহে কি আর বলিবে ভাবেতে মজিল চীত।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ