• নিজ প্রতিবিম্ব রাই যব শূনল
    নিজ প্রতিবিম্ব রাই যব শূনল অবনত করু মুখ লাজে। নিরহেতু হেতু জানি হাম রোখলুঁ তেজলুঁ নাগররাজে।। এত কহি রাই চীরে মুখ ঝাঁপল বয়নে না নিকসয়ে বাণী। রসিক শিরোমণি কোরে আগোরল রাইক অন্তর জানি।। অপরূপ প্রেমক রীত। সবহুঁ সখীগণ চীত পুতলি যেন হেরত দুহুঁক চরীত।।ধ্রু।। শুন সভে হাসি মন্দির সঞে নিকসল দুহুঁ জন ভেল এক ঠাম। […] keyboard_arrow_right
  • নিতাই করুণাময়-অবতার
    নিতাই করুণাময়-অবতার। দেখিয়া দীনহীন করয়ে প্রেমদান আগম নিগমের সার।। সহজে ঢলঢল সজল-নিরমল কমল জিনিয়া আঁখি-শোভা। বদন-মণ্ডল কোটি শশধর জিনিয়া জগ-মন-লোভা।। অঙ্গ সুচিকণ মদন-মোহন কণ্ঠে শোভে মণিহার। বচন-রচন শ্রবণে দূরে গেল পাতকী-মন-আন্ধিয়ার।। নবীন-করি-কর জিনিয়া ভুজ-বর তাহে শোভে হেমদণ্ড। হেরিয়া সবলোক পাসরে দুঃখ শোক খণ্ডয়ে হৃদয় পাষণ্ড।। নিতাইর করুণায় অবনী ভাসল পূরল জগমন-আশ।। ও প্রেম লবলেশ- পরশ […] keyboard_arrow_right
  • নিতি নিতি আসি বড়াই যমুনার কূলে
    নিতি নিতি আসি বড়াই যমুনার কূলে। আজি বিকাইল দধি মোর বিনা মূলে।। দধি দুগ্ধ বিকাইল পূরিল কামনা। বেয়াজে দানীর পায় বিকাইলাম আপনা।। শ্যামেরে সঁপিলাম মুঞি এ রূপ যৌবনে। আর কি করিবে গুরুজনের গঞ্জনে।। রামনারায়ণে কহে অভিনব প্রেম। চান্দে মিলায়ল যেন মরকত হেম।। keyboard_arrow_right
  • নিদেঁ নিদায়লি বালা
    নিদেঁ নিদায়লি বালা। নিশি বাসর জাগি ভৈ গেল দুর্বলা।। তড়িত-লতাবলি রামা। রতিরণছরমে ঘরমে ভেল শ্যামা।। আলস নিদভার অঙ্গ অথীর। সম্বরু না কুর পীতম চীর।। কহ কবিশেখর রায়। ধরম সরম লাগি ওড়নি ভায়।। keyboard_arrow_right
  • নিপততি পরিতো বন্দন-পালী
    নিপততি পরিতো বন্দন-পালী। তং দোলয়তি মুদা সুহৃদালী।। বিলসতি দোলোপরি বনমালী। তরল-সরোরুহ-শিরসি যথালী।।ধ্রু।। জনয়তি গোপী-জন-করতালী। কাপি পুরো নৃত্যতি পশুপালী।। অয়মারণ্যক-মণ্ডন-শালী। জয়তি সনাতন-রস-পরিপালী।। keyboard_arrow_right
  • নিভৃতে সুবল কথা কানাইরে কহে
    নিভৃতে সুবল কথা কানাইরে কহে। গিরিতটে ধেনু বৎস কভু ভাল নহে।। রাইরের সরসীকূল ইহার নিকটে। কি জানি বা কোন শিশু তাহাঁ যাই উঠে।। এতেক যুগতি কথা বুঝিয়া কানাই। কহে সভে চল যমুনার তীরে যাই।। দেখিব কেমন শোভা যমুনার তীর। অঞ্জলি পূরিয়া খাব সুশীতল নীর।। এতেক বচন কহি রাখলের সাথে। গোধন চালাঞা দিল যমুনার পথে।। কহয়ে […] keyboard_arrow_right
  • নিরণিত বাতহি অতি উল্লাসিত
    নিরণিত বাতহি অতি উল্লাসিত গাতে না ধরই আনন্দ। অন্তরে সঞ্চরু যৈছন মনোরথ তৈছে রচহ পরবন্ধ।। সখি হে আজি সু-নিরজনে কান। রঙ্গিণি সবহুঁ মেলি অব সাজহ ঐছন রস সুবিধান।। চান্দনি রাতি ছান্দনে সব ভূষণ দূষণ জনু নই কোই। বাদনযন্ত্র স্বতন্ত্র লেই চলু রাসরভস যথি হোই।। যব হসি রাই সুভাখি বচন ইহ বিকসিত ভাবকদম্ব। কিয়ে কৃষ্ণকান্ত নিতান্ত […] keyboard_arrow_right
  • নিরমল কুলশীল কাঞ্চন গোরি
    নিরমল কুলশীল কাঞ্চন গোরি। পাণ্ডুর কয়ল বিরহজ্বর তোরি।। অনুখন খল খল নিগদই রাই। নিশিদিশি রোয়ই সখিমুখ চাই।। শুন শুন গোকুলমঙ্গল শ্যাম। কথি লাগি তাক হৃদয়ে ভেলি বাম।। তুয়া রূপ জগজন লোচন শোহ। একলি তাক নয়নমনমোহ।। রসবতি নিরখয়ে নয়ন পসারি। সোঙারিতে তাক নয়নে ঝরু বারি।। আন ধনি বিছুরি করত আন কাম। তাকর মনহি না ভাওত আন।। […] keyboard_arrow_right
  • নিশাচর ঘরে গেল অরুণ উদয় ভেল
    নিশাচর ঘরে গেল অরুণ উদয় ভেল তারাপতি কাঁতি মলিন। কুমুদ মুদিত ভেল পদুম প্রকাশল পরবশ পড়ল কঠিন।। দেখিয়া দোহাঁর রীতে বৃন্দা বিকল চিতে আদেশিলা কোকিল কোকিলি। তারা সভে গান করে ভ্রমর ঝঙ্কার পূরে কেকাকেকী করয়ে বিকুলি।। কক্খটী উঠায় তান কি করহ রাধাকান শেজ তেজি করহ পয়ান। রাইরে না দেখি ঘরে জটিলা লগুড় করে বনে আসি […] keyboard_arrow_right
  • নিশি অবশেষে সকল সখীগণ
    নিশি অবশেষে সকল সখীগণ রাই কানু সঞে ভোর। নিরমল নয়ন-কমল বহি অবিরত গলতহি আনন্দ লোর।। দেখ দেখ অপরূপ কাজ। বিছুরল গেহ-গমন সভে বূরল মোহ-সরোবর মাঝ।।ধ্রু।। বৃন্দা-দেবি সঙ্কেত-বচন জানি ককুখটি হই উনমাদ। জটিলা-শবদ শুনায়ত উভরোলে শুনইতে ভেল পরমাদ।। সচকিত-লোচনে আন আন মুখ হেরি কুঞ্জসেঁ নিকসে বহার। দাস যদুনন্দন তুরিতহি লেয়ল তহিঁ যত ছিল উপচার।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ