রাধারূপ অতি দেখিয়া মূরতি বিকল হইল তারা। কোথা হৈতে এত রূপ লয়েছিল এমনি মাধুরী-ধারা।। যেমন নাগরী তেমন নাগর এ দুই একৈক প্রাণ। আপনার চূড়া তেমতি বান্ধিল ইথে সে নাহিক আন।। রাই বামকরে নাগর-শেখরে ধরিয়া লইল কুঞ্জে। “বস ধনী রাধা, মুরলী শিখাব এ সে কুটীর-কুঞ্জে।।” হরষ-বদনী ও মৃগনয়নী কহেন হাসিয়া রসে। “দেহ করে বাঁশী” ধনী কহে […]
keyboard_arrow_right