“শুনহে বলাই দাদা। আজি বন-ভোজনে কি হইল কাননে সকল হইল বাধা।। এমন কে জানে না শুনি শ্রবণে শাঙলী ধবলী হারা !” এ বোল বলিতে হেদে আচম্বিতে যুগল নয়নে ধারা।। “কি বলিব কায় যশোমতী মায় হারাল শাঙলী গাই। মোরে কি বলিবে এ মন্দ কহিবে সেই যশোমতী মাই।।” বলিছে রাখাল– “শুনহে গোপাল, আমরা কহিব গিয়া। আচম্বিতে গাই […]
keyboard_arrow_right