এনা কথা তোমারে শুনাই। (তোমার) প্রেম বিনু আকুল কানাই।। নিকুঞ্জ কুসুম রম্য স্থল সুশীতল। নব-কিসলয় তাহে – শিরীষের দল।। সরসিজ শয়নে শুতল শ্যাম-অঙ্গ। অনুখন লেপই মলয়জ পঙ্ক।। উপরে কমল দল পরশিল নয়। মদন অনল তাপে সেহো ধূলি হয়।। আঁখি ঠারে কহে কথা সঘন নিশ্বাস। কেবল আছয়ে তোমা দেখিবার আশ।। বিলম্ব না কর ধনি কানু দেখসিয়া। […]
keyboard_arrow_right