বৈষ্ণব পদের পাঠক মাত্রেই বাংলা সাহিত্যের সেই পদকর্তাকে চেনেন যার পদ মাধুর্যে ও প্রসাদগুণে কীর্তনের ভাষাছাঁদ নির্মাণ হয়েছে। তিনি অবশ্যই বাংলার কবি চণ্ডীদাস। বিদ্যাপতি বাঙালি ছিলেন না। তার রাধাকৃষ্ণ বিষয়ক পদ ন্যয়দর্শনের স্নাতকদের হাত ধরেই মূলত বাংলায় এসেছিল। পরে কীর্তনীয়ারা বিদ্যাপতির পদসংগ্রহ করেছেন; সংকলকদের সংকলনেও তা সংকলিত হয়েছে। এমনকি মৈথিলী ভাষাছাঁদ অবলম্বনে বাংলায় কীর্তনের নতুন ভাষা ব্রজবুলিরও নির্মাণ হয়েছে। কিন্তু...বিশদ...