কাঁদে দেবী বিষ্ণুপ্রিয়া নিজ অঙ্গ আছাড়িয়া লোটাঞা লোটাঞা ক্ষিতিতলে। ওহে নাথ কি করিলে পাথারে ভাসাঞা গেলে কাঁদিতে কাঁদিতে ইহা বলে।। এ ঘর জননী ছাড়ি মোরে অনাথিনী করি কার বোলে করিলা সন্ন্যাস। বেদে শুনি রঘুনাথ লইয়া জানকী সাথ তবে সে করিলা বনবাস।। পূরুবে নন্দের বালা যবে মধুপুর গেলা এড়িয়া সকল গোপীগণে। উদ্ধবেরে পাঠাইয়া নিজতত্ত্ব জানাইয়া রাখিলেন […]
keyboard_arrow_right