কই গেল প্রাণ বন্ধুয়া গো এ দাসীরে ত্যাগী, দিবানিশি নয়ন ঝরে প্রাণবন্ধের লাগি। আমি রইলাম একা এই দেশে সে গিয়াছে পরবাসে করে বিরাগী, কোথা পাব আমি বন্ধের দুটো আঁখি ললিতে বিশাখা গো সখি কোথা গেল মনঃদুখী রাধা ঘাতকী। তোরা তালাস করে আন্ শীঘ্র গো নইলে কর শ্মশানে ভোগী। বাক্যরুদ্ধ হইল গো আমার, দৃষ্টিগোচর সব অন্ধকার […]
keyboard_arrow_right