• কোমল তনু পরাভবে পাওব
    কোমল তনু পরাভবে পাওব তেজি ন হলবি তেঁহু । ভমর ভরে কি মাজরি ভাঁগএ দেখল কতহু কেহু।। মাধব, বচন ধরব মোর। নহী নহি কয় ন পতিআএব অপদ লাগত ভোর।। অধর নিরসি ধুসর করব ভাব উপজত ভলা। উনে খন রতি রভস অধিক দিনে দিনে সসি কলা।। keyboard_arrow_right
  • কোমল-শশি-কর-রম্য-বনান্তর
    কোমল-শশি-কর- রম্য-বনান্তর নির্ম্মিত-গীত-বিলাস। তুর্ণ-সমাগত বল্লব-যৌবত- বীক্ষণ-কৃত-পরিহাস।। (জয় জয়) ভানু-সুতা-তট- রঙ্গ-মহানট সুন্দর নন্দকুমার। শরদঙ্গীকৃত- দিব্য-রসাবৃত- মঙ্গল-রাসবিহার।।ধ্রু।। গোপী-চুম্বিত রাগকরম্বিত- মান-বিলোকন-লীন। গুণবর্গোন্নত- রাধা-সঙ্গত সৌহৃদ-সম্পদধীন।। তদ্বচনামৃত পান-মদাহৃত- বলয়ীকৃত-পরিবার। সুর-তরুণীগণ- মতি-বিক্ষোভণ- খেলন-বল্গিত-হার।। অম্বু-বিগাহন- নন্দিত-নিজ-জন- মণ্ডিত-যমুনাতীর। সুখ-সম্বিদ্‌ঘন পূর্ণ-সনাতন নির্ম্মল-নীল-শরীর।। keyboard_arrow_right
  • কোলে লয়ে যাদুমণি বদন চুম্বয়ে রাণী
    কোলে লয়ে যাদুমণি বদন চুম্বয়ে রাণী দর দর বহে প্রেম-বারি। ধরিয়া গোপাল-করে কাতর হইয়া বলে দুই বাহু ধরিয়া পসারি।। শ্রীমুখমঙ্গল দেখি তাহাতে নয়ন রাখি পড়ে রাণী মুরছিত হয়ে। যশোদা রোহিণী কাঁদে স্থির নাহিক বান্ধে গোপী রহে চাঁদমুখ চেয়ে।। গোপের রমণীগণ সবে হৈয়া একমন ধূলায় ধূসর কলেবর। “কে অরা করিবে খেলা হইয়া বালক মেলা কারে দিব […] keyboard_arrow_right
  • কোলে লয়ে যাদুমণি বদন চুম্বয়ে রাণী
    কোলে লয়ে যাদুমণি বদন চুম্বয়ে রাণী দর দর বহে প্রেমবারি। ধরিয়া গোপাল করে কাতর হইয়া বলে দুই বাহু ধরিয়া পসারি।। শ্রীমুখমণ্ডল দেখি তাহাতে নয়ন রাখি পড়ে রাণী মূরছিত হয়ে। যশোদা রোহিণী কাঁদে স্থির নাহিক বান্ধে গোপী রহে চাঁদমুখ চেয়ে।। গোপের রমণীগণ সবে হৈয়া একমন ধূলায় ধূসর কলেবর। কে আর করিবে খেলা হইয়া বালক মেলা কারে […] keyboard_arrow_right
  • কৌতুক চললি ভবনকেঁ সজনী গে
    কৌতুক চললি ভবনকেঁ সজনী গে সঙ্গ দস চৌদিসি নারী। বিচ বিচ সোভিত সুন্দরি সজনী গে জনি ঘর মিলত মুরারী।। লৈ অভরন কৈ সোড়স সজনি গে পহির উতিম রঙ্গ চীর। দেখি সকল মন উপজল সজনী গে মুনিহুঁক চিত নহি থীর।। নীল বসন তন ঘেরলি সজনী গে সির লেলি ঘোঘট সারী। লগ লগ পহুকে চলইতি সজনী গে […] keyboard_arrow_right
  • কৌতুকে দুহুঁ কুল কমল তেয়াগলুঁ
    কৌতুকে দুহুঁ কুল- কমল তেয়াগলুঁ যো পদপঙ্কজআশ। পাউখ মীন দিন জনু লাগল না গুণল মরণ-তরাস।। সজনি নিকরুণহৃদয় মুরারি। অব ঘর যাইতে ঠাম নাহি পাইয়ে পরিজন দেওই গারি।। গগনক চান্দ পাণিতলে বারলুঁ সাগরে নগর-বেভার। অমিয়াঘট বলি দুহাথ পসারলুঁ পায়লুঁ গরলক ধার। সুরতরুতলে হম জনম গোঙায়ব ঐছন চিতে ছিল ভান। জ্ঞানদাস কহ সো দিন দূর গেয়ো কঠিন […] keyboard_arrow_right
  • ক্ব নন্দকুলচন্দ্রমাঃ
    ক্ব নন্দকুলচন্দ্রমাঃ ক্ব শিখি-চন্দ্রকালঙ্কৃতিঃ। ক্ব মন্দ্র-মুরলী-রবঃ ক্ব নু সুরেন্দ-নীলদ্যুতিঃ।। ক্ব রাস-রস-তাণ্ডবী ক্ব সখি জীব-রক্ষৌষধিঃ। নিধির্মম সুহৃত্তমঃ ক্ব তব হন্ত হা ধিগ্বিধিং।। keyboard_arrow_right
  • ক্রীড়তি কুঞ্জে কুঞ্জ বিহারি
    ক্রীড়তি কুঞ্জে কুঞ্জ বিহারি। নওল কুসুম মেলি কিশলয় শেজহি বিহরয়ি ভানু দুলারি।। যমুনা পুলিন নলিনগণ বিকশিত ফুলল ঠাম নিছোয়ারি। মন্দ সুগন্ধ পবন বহ শীতল মধুপ বোলয়ে শুক সারি।। প্যারী পহিরয়ে শ্বেত সুখদকি মোহন তনসুখ সাড়ি। শ্যাম সুভগ চন্দন চরচিত শোহে মধু যামিনী উজোরি।। নওল কিশোর নওল কিশোরি। আপন ভুজ ধরু শ্যামরু উর পর শ্যাম ভুজ […] keyboard_arrow_right
  • ক্ষণে কত শত ক্ষমা নাহি চিত
    ক্ষণে কত শত ক্ষমা নাহি চিত ক্ষত উঠে কত বেরি। ক্ষেয়াতি রহল ক্ষিতি মহীতল ক্ষমা কর যদু হরি।। ক্ষণেক ক্ষমহ দোষ অপরাধ ক্ষমা সে করিতে চায়। ক্ষেপল সকল গোপিনী যতেক ক্ষমা চিতে নাহি লয়।। ক্ষণেক ক্ষণেক বিরহ-আগুনি ক্ষণে ক্ষীণ করি দিল। ক্ষুধায় আকুল পীরিতি বিহনে ক্ষণেক ভাঙ্গিয়া লৈল।। ক্ষিতিতলে লুটি রাধা সুধামুখী ক্ষণেক বদন চাহি। […] keyboard_arrow_right
  • ক্ষণে কত শত ক্ষমা নাহি চিত
    ক্ষণে কত শত ক্ষমা নাহি চিত ক্ষত উঠে কত বেরি। ক্ষেয়াতি রহল ক্ষিতি মহীতল ক্ষমা কর যদু হরি।। ক্ষণেক ক্ষমহ দোষ অপরাধ ক্ষমা সে করিতে চায়। ক্ষেপল সকল গোপিনী যতেক ক্ষমা চিতে নাহি লয়।। ক্ষণেক ক্ষণেক বিরহ-আগুনি ক্ষণে ক্ষীণ করি দিল। ক্ষুধায় আকুল পীরিতি বিহনে ক্ষণেক ভাঙ্গিয়া লৈল।। ক্ষিতিতলে লুটি রাধা সুধামুখী ক্ষণেক বদন চাহি। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ