নিশি অবসানে সব দাসীগণে সত্বরে করয়ে কাজ। বেশের মন্দির মাজল সুন্দর রাখল বেশের সাজ।। কিনা সে দাসীর রীত। জানিয়া মরম করয়ে করম যাহাতে আপন জীত।। দশনমাজনী রসনাশোধনী থুইল থালীর পরি। কর্পূর সহিত গন্ধচুরিত যতন করিয়া ধরি।। নির্ম্মল সলিল সুগন্ধি শীতল পূরিয়া গাগরী ঝারি। মুখ পাখালিতে সিনান করিতে বেদির উপরে ধরি।। গামছা কাচিয়া নিজল করিয়া রাখল […]
keyboard_arrow_right