তপনক তাপে তপত ভেল মহীতল বালুকা দহন সমান। চঢ়ল মনোরথে ভামিনী চলু পথে তাপ তপন নাহি জান।। (হরি হরি) প্রেমক গতি দুরবার। নবিনযৌবনি ধনি চরণ কমল জিনি তবহুঁ কয়ল অভিসার।।ধ্রু।। কুলগুণগৌরব বিকশিত সৌরভ তৃণ করি না মানয়ে রাধে। মন মাহা মদন মহোদধি উছলল ডুবল কুল-মরিযাদে।। শতশত বিঘিনি জিতল অনুরাগিণি সাধল মনমথ-তন্ত্র। গুরুজন নয়ন নিবারিতে সুবদনি […]
keyboard_arrow_right