• গোবর্ধন গিরিবর তার তলে মণিঘর
    গোবর্ধন গিরিবর তার তলে মণিঘর সুখদ শীতল মনোহর। কলপ তরুর বন শোভিয়াছে বিলক্ষণ সমীপে রাধার সরোবর।। প্রফুল্ল কমল তায় ভ্রমর ভ্রমরী গায় চক্রবাক করে ক্রীড়ারণ। মদন ধনুক করে সদাই তাহাতে ফিরে যতনে রাখয়ে সেই বন।। অবসর জানি খেলা বৃন্দার হইল মেলা ফল তুলি আনিলা সত্বর। উত্তম সংস্কার করি সোণার থালীতে ভরি রাখিল যে পিঁড়ার উপর।। […] keyboard_arrow_right
  • গোবিন্দ গোপীনাথ কৃপা করি রাখ নিজ পথে
    (হে) গোবিন্দ গোপীনাথ কৃপা করি রাখ নিজ পথে। কাম ক্রোধ ছয় গুণে লৈঞা ফিরে নানা স্থানে বিষয় ভুঞ্জায় নানা মতে।। হইঞা মায়ার দাস করি নানা অভিলাষ তোমার স্মরণ গেল দূরে। অর্থলাভ এই আশে কপট বৈষ্ণববেশে ভ্রমিয়া ফিরিএ ঘরে ঘরে।। অনেক দুঃখের পরে নিঞাছিলে ব্রজপুরে কৃপাডোরে গলাএ বান্ধিঞা। দৈবমায়া বলাৎকারে খসাইঞা সেই ডোরে ভবকূপে দিয়াছে ডারিঞা।। […] keyboard_arrow_right
  • গোবিন্দ আওত গোধন সঙ্গে
    গোবিন্দ আওত গোধন সঙ্গে। যৈছন কমল নেহারয়ে দিনকর ঐছন ব্রজ-বধু রঙ্গে।। বেলি-অবসান হেরি যদুনন্দন বেণু পুরিতে ধেনু ফীরে। গহন-গুহা গিরি কাননে যত ধেনু মীলল যামন-তীরে।। চূয়া চন্দন গন্ধ চতুঃসম হেম-কলস দুঁহু পাশে। ধূপ দীপ সখি মঙ্গল গাওত শ্যাম-দরশ-রস আশে।। বনমালি-গলে বনমাল বিরাজিত তাহে নব ধাতু প্রকাশ। কুঞ্চিত অলক ভাল করি মীলিত বলিহারি গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • গোবিন্দ মাধব শ্রীনিবাস রামানন্দে
    গোবিন্দ মাধব শ্রীনিবাস রামানন্দে। মুরারি মুকুন্দ মেলি গায় নিজ-বৃন্দে।। শুনিয়া পুরব-গুণ উনমত হৈয়া। কীর্ত্তন-আনন্দে পহু পড়ে মুরছিয়া।। কিয়ে অপরূপ কথা কহনে না যায়। গোলোকের নাথ হৈয়া ধুলায় লোটায়।। ভাবে গরগর চিত গদাধর দেখি। কান্দিয়া আকুল পহু ছলছল আঁখি।। শ্রীপাদ বলিয়া পহু ভূমে পড়ি কান্দে। বুঝিয়া মরম-কথা কান্দে নিত্যানন্দে।। দেখিয়া ত্রিবিধ লোক কান্দে গোরা-রসে। এ সুখে […] keyboard_arrow_right
  • গোবিন্দ-বচন শুনি কহে কিছু শূলপাণি
    গোবিন্দ-বচন শুনি কহে কিছু শূলপাণি কহে কিছু দেব ভগবান্‌। “তোমার অপার লীলা যার গুণ পশুশিলা তরু পুলকিত ইহা জান।। তোমার পীরিতি বহুমূল। এমন পীরিতিখানি কখন নাহিক শুনি এবে সে জানিল এতদূর।। এমন সম্পদ-সুখ বিহি ভেল বৈমুখ মনে ছিল রাখিব গোপনে । তাহার কারণ মোরা করিল অনেক ধারা এমন বলিয়া কেবা জানে।। আপনে গোলোক -হরি তাহা […] keyboard_arrow_right
  • গোবিন্দ-মুখারবিন্দ নিরখি মন বিচারোঁ
    গোবিন্দ-মুখারবিন্দ নিরখি মন বিচারোঁ। চন্দ্র কোটি ভানু কোটি মদন কোটি ওয়ারোঁ।। সুন্দর কপোল লোল পঙ্কজ দল-নয়না। অধর বিম্বু মধুর হাস কুন্দ কলিক-দশনা।। মণিকুণ্ডল মকরাকৃত অলক-ভৃঙ্গপূঞ্জা। কেশোরকে তিলক বৈনো সোনে মড়ি গুঞ্জা।। নব জলধর তড়িদম্বর গলে বনমালা শোহে। লীলা-নট সূরকে প্রভু রূপে জগ-মন-মোহে।। keyboard_arrow_right
  • গোবিন্দেব অঙ্গে পহুঁ নিজ অঙ্গ দিঞা
    গোবিন্দেব অঙ্গে পহুঁ নিজ অঙ্গ দিঞা। শুনে বৃন্দাবন গুণ ত্রিভঙ্গিম হঞা।। গাএ বাসু (দেবান) ন্দ মাধব গোবিন্দে। নাচে পুলকিত কেহুঁ পরম আনন্দে।। গোলকের নাথ পহুঁ নীলাচল মাঝে। শ্রীনিবাস আদি যত (ভক) তের মাঝে।। বিপুল পুলক শোভে গৌর কলেবরে। কত শত ধারা বহে নয়ন কমলে।। হেরি গদাধর … শুনি সকরুণ কান্দিএ সব দেশ।। আজানুলম্বিত ভুজ ডাহিনে […] keyboard_arrow_right
  • গোবিন্দের লাগিয়া রাধার ঝুরে দুই নয়ন
    গোবিন্দের লাগিয়া রাধার ঝুরে দুই নয়ন গো এগো বৃন্দে। শ্রীকৃষ্ণ বলিয়া রাধা হায় হায় করিয়া কান্দে গো।। মধুপুরে গেল কানাইরে, কানাইয়ারে হইছে বহুদিন। এই চিন্তায় রাধে প্যারীর, তনু হইল ক্ষীণ গো।। (আর) চিন্তায় চিন্তায় রাধে গো হইছে মূর্চ্ছগত। উদ্দেশ করিতে নারে চলিতে নারে পন্থ গো।। (আর) প্রেমের প্রেমিক যেই জনা জানবে তার বেদনা। অ-প্রেমিকে জানবে […] keyboard_arrow_right
  • গোরখ জাগাই শিঙ্গাধ্বনি করতহিঁ
    গোরখ জাগাই শিঙ্গাধ্বনি করতহিঁ জটিলা ভীখ আনি দেই। মৌনি যোগেশ্বর মাথ হিলায়ত তবহিঁ ভীখ নাহি লেই।। জটিল কহত তব কা তুহুঁ মাঙ্গত যোগী কহত বুঝাই। তেরে বধু হাত ভীখ হাম লেয়ব তুরিতহি দেহ পাঠাই।। পতিবরতা বিনু ভিক যব লেয়ব যোগিবরত হোয়ে নাশ। তাকর বচন শুনি তনু পুলকিত ধাই কহল বধু পাশ।। দ্বারে যোগিবর পরম মনোহর […] keyboard_arrow_right
  • গোরা অনুরাগে মোর পরাণ বিদরে
    গোরা অনুরাগে মোর পরাণ বিদরে। নিরবধি ছল ছল আঁখিজল ঝরে।। গোরা গোরা করি মোর কি হৈল বিয়াধি। নিরবধি পড়ে মনে গোরা গুণনিধি।। কি করিব কোথা যাব গোরা অনুরাগে। অনুখন গোরাপ্রেম হিয়ার মাঝে জাগে।। গৌরাঙ্গ পিরীতিখানি বড়ই বিষম। বাসু কহে নাহি রহে কুলের ধরম।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ