(হে) গোবিন্দ গোপীনাথ কৃপা করি রাখ নিজ পথে।
কাম ক্রোধ ছয় গুণে লৈঞা ফিরে নানা স্থানে
বিষয় ভুঞ্জায় নানা মতে।।
হইঞা মায়ার দাস করি নানা অভিলাষ
তোমার স্মরণ গেল দূরে।
অর্থলাভ এই আশে কপট বৈষ্ণববেশে
ভ্রমিয়া ফিরিএ ঘরে ঘরে।।
অনেক দুঃখের পরে নিঞাছিলে ব্রজপুরে
কৃপাডোরে গলাএ বান্ধিঞা।
দৈবমায়া বলাৎকারে খসাইঞা সেই ডোরে
ভবকূপে দিয়াছে ডারিঞা।।
পুন যদি কৃপা করি এই জনের কেশে ধরি
টানিঞা তোলহ ব্রজধামে।
তবে সে দেখিএ ভাল নতুবা সে বোল গেল
কহে দীন নরোত্তম দাসে।।