গুরুপদে নিষ্ঠারতি হয় না মতি, আমার গতি হবে কিসে। মন আমার মুঢ়মতি, সাধন ভক্তি হ’ল না মোর মনের দোষে।। মন আমার গুরু প্রতি দিবারাতি থাকত যদি চরণ-আশে। তবে চরণ-দাসী হ’তাম, ব্রজে যেতাম, থাকতাম ঐ চরণে মিশে।। পা’তাম যদি এমন বৈদ্য মনের বেয়াধ্য সেরে দিত সেই মানুষে। লেগে চরণের জ্যোতি জ্ঞানের মতি সদায় হ’য়ে উঠত ভেসে।। […]
keyboard_arrow_right