গুরুজন কহি দুরজন সয়ঁ বারি।
কৌতুকে কুন্দ করসি ফুল ধারি।।
কৈতব বারি সখীজন সঙ্গ।
তাহ অভিসার দূর রতি রঙ্গ।।
এ সখি বচন করহি অবধান।
রাত কি করতি আরতি সমধান।।
অন্ধ কূপ সম রয়নি বিলাস।
চোরক মন জনি বসএ তরাস।।
হরসিত হোএ লঙ্কাকে রাএ।
নাগর কী করতি নাগরি পাএ।।