কহ কহ শ্যাম চিকনিঞা। রজনী বঞ্চিলে কোন রসবতী পায়্যা।। নয়নে ঝমকে তোমার মলিন অধর। গদগদ কহ কথা ঘুমেতে কাতর।। নিকটে না আইস বঁধু থাক ঐখানে। সাঁজে হারাইয়া তোমায় পায়্যাছি বিহানে।। যেইখানে ছিলে বঁধু সেইখানে যাও। মনের মানস তথা ক্ষেণেক ঘুমাও।। দ্বিজ বলরাম কহে মিনতি আমার। তব পদে দেহ স্থল নন্দের কুমার।।
keyboard_arrow_right