শুন সখি এ আর কেমন।
স্বপনে দেখিনু আমি নন্দের নন্দন।।
স্বপনে দেখিনু কালা কহিতে বাসি লাজ।
পুনঃপুন আলিঙ্গন মাগে ব্রজরাজ।।
চুড়ার টালনি বামে মুখে মন্দ হাসি।
সেই হৈতে আকুল প্রাণ শুনি তাঁর বাঁশী।।
ত্রিভঙ্গ অঙ্গের ঠাম গলে বনমালা।
দ্বিজ বলরাম কহে বিরহের জ্বালা।।