• চলে নিতাই প্রেমভরে দিগ টলমল করে
    চলে নিতাই প্রেমভরে দিগ টলমল করে পদভরে অবনী দোলায়। আধ আধ কথা কয় মুখের বাহির নয় নিজ পারিষদে গুণ গায়।। দেখ ভাই অবনীমণ্ডলে নিত্যানন্দ। ভাইয়ার মুখ হেরি বাঢ়য়ে আনন্দ।। পরিধান নীল ধটী শোভা করে ক্ষীণ কটি কনককুণ্ডল এক কাণে। অঙ্গ হেলি দুলি চলে গৌর গৌর সদা বলে দিবানিশি আন নাহি জানে।। জিনি করিবরশুণ্ড শ্রীভুজে কনকদণ্ড […] keyboard_arrow_right
  • চলে বৃষভানুর নন্দিনী
    চলে বৃষভানুর নন্দিনী। আনন্দে পূরল চিত অঙ্গ ভেল পুলকিত শুনিয়া গোবিন্দ পথে দানী।। সুবর্ণের ভাণ্ড প্রতি ঘৃত ঘোল ছেনা দধি পসরা সাজায়ে সারি সারি। তাহার উপরে ভালি বিচিত্র নেতের ফালি দাসী শিরে করে ঝলমলি।। রঙ্গিয়া বড়াই সঙ্গে যায় নানা রস রঙ্গে মত্ত গতি জিনিয়া করিণী। বায়ু বেগে চলি যায় বসন উড়য়ে গায় হংস গমন ধনী […] keyboard_arrow_right
  • চাইর চিজে পিঞ্জিরা বানাই মোরে কইলায় বন্ধ
    চাইর চিজে পিঞ্জিরা বানাই মোরে কইলায় বন্ধ। রে বন্ধু নির্ধনীয়ার ধন, কেমনে পাইমুরে কালা, তোর দরশন।।ধু সমুদ্রের জল উঠে বাতাসের জোরে, আবর হইয়া ঘুরে পরনের ভরে। জমিনে পড়িয়া শেষে সমুদ্রেতে যায়, জাতেতে মিশিয়া জাতে তরঙ্গ খেলায়।। তুমি আমি, আমি তুমি জানিয়াছি মনে, বীচিতে জন্মিয়া গাছ বীচি ধরে কেনে। এক হইতে দুই হইল প্রেমেরি কারণে, সে […] keyboard_arrow_right
  • চাঁচর চিকুর চারু ভালে
    চাঁচর চিকুর চারু ভালে। বেঢ়িয়া মালতীর মালে।। তাহে দিয়া ময়ূরের পাখা। পত্রের সহিত ফুলশাখা।। কষিল কাঞ্চন জিনি অঙ্গ। কটি মাঝে বসন সুরঙ্গ।। চন্দনতিলক শোভে ভালে। আজানু লম্বিত বনমালে।। নটবর বেশ গোরাচাঁদ। রমণীকুলের কিবা ফাঁদ।। তা দেখিয়া বাসুদেব কাঁদে। প্রাণ মোর স্থির নাহি বাঁধে।। keyboard_arrow_right
  • চাঁচর চিকুর কুসুম ভরি লেল
    চাঁচর চিকুর কুসুম ভরি লেল। জনু আন্ধিয়ারে উড়ু উগি গেল।। তাহে অধিক মুখমণ্ডল গোরা। পুনমিক চাঁদ কিয়ে কয়ল উজোরা।। তড়িত লতা সম তছু তনু দেখলি। জনু দশ দীশে দৈব নীহলি।। মঝু মনে মনমথ রাখলি গোরি। বিছরিতে চাহি নহি হোয়ে বিছোরি।। দেখলুঁ কামিনী কহন না যায়। পুনু দরশন লাগি রচহ উপায়।। বয়ন উজোর তহি নয়ন সানন্দা। […] keyboard_arrow_right
  • চাঁচর চিকুর চূড়পরি চন্দ্রক
    চাঁচর চিকুর চূড়পরি চন্দ্রক গুঞ্জা-মঞ্জুল-মাল। পরিমল-মিলিত ভ্রমরিকুল আকুল সুন্দর বকুল গুলাল।। নিকে বনি আয়ে হো নন্দ-দুলাল। মনমথ-মথন ভাঙ-যুগ-ভঙ্গিম কুবলয় নয়ন বিশাল।। বিম্বাধর পরি মোহন মুরলী পঞ্চম বমই রসাল। গোবিন্দদাস পহু নটবর-শেখর শ্যামর তরুণ তমাল।। keyboard_arrow_right
  • চাঁচর চিকুরচূড়ে বনি চন্দ্রক
    চাঁচর চিকুরচূড়ে বনি চন্দ্রক গুঞ্জা মঞ্জুল মাল। পরিমল মিলিত ভ্রমরিকুল আকুল সুন্দর বকুল গুলাল।। নিকে বনি আয়ে হো নন্দদুলাল। মনমথ মথন ভাঙ যুগ ভঙ্গিম কুবলয় নয়ন বিশাল।।ধ্রু।। বিম্বাধর পরি মোহন মুরলী পঞ্চম বমই রসাল। গোবিন্দদাসিয়া পহু নটবর শেখর শ্যামর তরুণ তমাল।। keyboard_arrow_right
  • চাঁচর-চিকূর কবরি ভার শোহন
    চাঁচর-চিকূর কবরি ভার শোহন কুসুমাবলি অনুপাম। কালিন্দি-নীর-তরঙ্গে বিরাজিত জনু ঘন-ফেনক দাম।। মধুর-বিহারিণি বালা। মন্থর-গমনে বিলোলিত উর পর মঞ্জুল মণিময় মালা।।ধ্রু।। রঙ্গিণি-সঙ্গিণি-কর-অবলম্বিনি উজ্জ্বল-অনুপম-বেশ। স্পন্দই বাম-নয়নে জনু মনমথে করত নটন-উপদেশ।। লজ্জা-ভয়-যুত লোচন-অঞ্চল চঞ্চল চাহনি থোর। কুবলয়-চয় উপহার দেই জনু ভেটলি নন্দ-কিশোর।। প্রথম সমাগমে দুহুঁ দোহাঁ দরশনে ভাবে ভূষিত ভেল অঙ্গ। কমল কহত দুহুঁ অন্তরে উপজল মনসিজ-সিন্ধু-তরঙ্গ।। keyboard_arrow_right
  • চাণূর মুষ্টিক দুই জন আসি
    চাণূর মুষ্টিক দুই জন আসি মিলল দোঁহার পাশে। হাতাহাতি তথি মুটকা মুঠকি মহা ঘোর খেলা আসে।। মহা মল্লযুদ্ধ বাজিল দুজনে দেখিল যতেক পুর। ধরিয়া চাণূর মুষ্টিক অসুর তার মাথা কৈল চূর।। বধিয়া অসুর প্রচণ্ড প্রচুর গেলা যথা কংস রায়। ঘোর অতিতর কৃষ্ণ হলধর বাজিল দুজনে তায়।। কৃষ্ণ হাতে ভালি ধরি তার চুলি কংসেরে বধিল হরি। […] keyboard_arrow_right
  • চাণূর মুষ্টিক দুই জন আসি
    চাণূর মুষ্টিক দুই জন আসি মিলল দোঁহার পাশে।। হাতাহাতি তথি মুটকা মুঠকি মহা ঘোর খেলা আসে।। মহা মল্লযুদ্ধ বাজিল দু’জনে দেখিল যতেক পুর। ধরিয়া চাণূর মুষ্টিক অসুর তার মাথা কৈল চূর।। বধিয়া অসুর প্রচণ্ড প্রচুর গেলা যথা কংস রায়। ঘোর অতিতর কৃষ্ণ হলধর বাজিল দু’জনে তায়।। কৃষ্ণ হাতে ভালি ধরি তার চুলি কংসেরে বধির হরি। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ