চাইর চিজে পিঞ্জিরা বানাই মোরে কইলায় বন্ধ। রে বন্ধু নির্ধনীয়ার ধন, কেমনে পাইমুরে কালা, তোর দরশন।।ধু সমুদ্রের জল উঠে বাতাসের জোরে, আবর হইয়া ঘুরে পরনের ভরে। জমিনে পড়িয়া শেষে সমুদ্রেতে যায়, জাতেতে মিশিয়া জাতে তরঙ্গ খেলায়।। তুমি আমি, আমি তুমি জানিয়াছি মনে, বীচিতে জন্মিয়া গাছ বীচি ধরে কেনে। এক হইতে দুই হইল প্রেমেরি কারণে, সে […]
keyboard_arrow_right