চাণূর মুষ্টিক দুই জন আসি
মিলল দোঁহার পাশে।।
হাতাহাতি তথি মুটকা মুঠকি
মহা ঘোর খেলা আসে।।
মহা মল্লযুদ্ধ বাজিল দু’জনে
দেখিল যতেক পুর।
ধরিয়া চাণূর মুষ্টিক অসুর
তার মাথা কৈল চূর।।
বধিয়া অসুর প্রচণ্ড প্রচুর
গেলা যথা কংস রায়।
ঘোর অতিতর কৃষ্ণ হলধর
বাজিল দু’জনে তায়।।
কৃষ্ণ হাতে ভালি ধরি তার চুলি
কংসেরে বধির হরি।
ছত্র দণ্ডে দিয়া উগ্রসেন আনি
মথুরাতে রাজা করি।।
বসুদেব পিতা দৈবকী সে মাতা
উদ্ধার করিল হরি।
* * * * * *
* * *
গৃহমাঝে গিয়া মাতা পিতা লয়া
অনেক করিলা স্তুতি।
চণ্ডীদাস বলে– “বসুদেব কোলে
লইলা গোকুলপতি।।”