• চানুর মরদন তুহুঁ বনমারি
    চানুর মরদন তুহুঁ বনমারি। সিরিস-কুসুম হম কমলিনি নারি।। দুতি বড় দারুন সাধল বাদ। করি করে সোঁপল মালতি-মাল।। নয়নক অঞ্জন নিরঞ্জন ভেল। মৃগমদ চন্দন ঘামে ভিগি গেল।। বিদগধ মাধব তোহে পরনাম। অবলা বলি দএ ন পূজহ কাম।। এ হরি এ হরি কর অবধান। আন দিবস লাগি রাখহ পরান।। রসবতি নাগরি রস-মরিজাদ। বিদ্যাপতি কহ পূরব সাধ।। keyboard_arrow_right
  • চান্দ গুরু চান্দ মুখেতে শুনছি গুরুর সুবচন
    চান্দ গুরু চান্দ মুখেতে শুনছি গুরুর সুবচন। ভাব সাধিলে হয় রে সাধক রূপের সাধন। ভাবের ভাবি হৈল যেই প্রেম ডুবি দিয়া সেই ভাবের মালা করয়ে গাঁথন। ভাবক ফুলেরহার গলে শোভিয়াছে তার ভাবসঙ্গে তারমন আসি হয় সম্মিলন। ফুলভাবক গলে যার প্রেমানল দহে তার জ্বলে যেন অরণ্যে আনল। অন্তরে আনল জ্বলে রূপের সঙ্গেতে মিলে প্রেমভাবে অন্তরেতে খুলিবে […] keyboard_arrow_right
  • চান্দ নিরমল করে ঝলমল
    চান্দ নিরমল করে ঝলমল দোসর বিধুবর তো মুখ মণ্ডল ঐছে যামিনী কৈছে কামিনী যায়বি কুঞ্জ কি মাঝ গো। বাহু ভুজগিনী ঐছে সাজনি চলিতে চালব করকি নখমণি নীল অম্বর তুরিতে পরিহর করহ সিতি নিশি সাজ গো।। সুগন্ধি চন্দন করহ লেপন ঝাঁপ দামিনী ঐছে সুবরণ কুন্দ বরমাল বেড়হ কুন্তল ভেঠহ নাগর রাজ গো। গমন কারণ করহ ভূষণ […] keyboard_arrow_right
  • চান্দ বদনি ধনি চান্দ উগত জবে
    চান্দ বদনি ধনি চান্দ উগত জবে। দুহুক উজোরে দুরহি সয়ঁ লখত সবে।। চল গজগামিনি জাবে তরুন তম। কিম্বা কর অভিসারহি উপসম।। চাঁদবদনি ধনি রয়নি উজোরি। কওনে পরি গমন হোএত সখি মোরি।। তোহে পরিজন পরিমল দুরবার । দূর সয়ঁ দুরজনে লখব অভিসার।। চৌদিস চকিত নয়ন তোর দেহ। তোহি নএ জাইতে মোহি সন্দেহ।। আগরি অএলাহু পরআএত কাজ। […] keyboard_arrow_right
  • চান্দ-বদনি ধনি করু অভিসার
    চান্দ-বদনি ধনি করু অভিসার। নব নব রঙ্গিণি রসের পসার।। মধু-ঋতু রজনি উজোরল চন্দ। সুমলয়-পবন বহয়ে মৃদু মন্দ।। কর্পূর চন্দন অঙ্গে বিরাজ। অবিরত কঙ্কণ কিঙ্কিণি বাজ।। নূপুর চরণে বাজয়ে রুণুঝুনু। মদন বিজই বাম হাতে ফুল-ধনু।। বৃন্দা-বিপিনে ভেটল শ্যাম রায়। কোকিল মধুকর পঞ্চম গায়।। ধনি-মুখ হেরি মুগধ ভেল কান। বৈঠল তরুতলে দুহুঁ এক ঠাম।। পূরল দুহুঁক মরম […] keyboard_arrow_right
  • চান্দক তেজ রঅনি ধর জোতি
    চান্দক তেজ রঅনি ধর জোতি। রজত সহিত ধনি পহিরল মোতি।। চান্দনে তনু অনুলেপ সিঙ্গার ধম্মিল থোএল কুন্দক ভার।। হরি কি কহব অনুপম ভাঁতি। সখি অভিসার দিবস সম রাতি।। নয়নক কাজর কর ধোএ। চান্দক উদঅ কুমুদ জনি হোএ।। নয়ন চান্দ দুহু এক তরঙ্গ জমুনা জল বিপরীত তরঙ্গ।। জমুনা তরি ধনি আইলি রাতি। তুঅ অনুরাগেঁ অঙ্গিরি কত […] keyboard_arrow_right
  • চান্দবদনি ধনি চলু অভিসার
    চান্দবদনি ধনি চলু অভিসার। নব নব রঙ্গিনি রসের পাথার।। কর্পূর চন্দন অঙ্গে বিরাজ। মালতিমাল হিয়ে বনি সাজ।। চান্দনি রজনি কিরণ বন মাহ। হাসিতে কুন্দকুসুম গলি যাহ।। মোতিমহার করে কঙ্কণ সাজ। ঐছনে আওল নিকুঞ্জক মাঝ।। বৈঠলি হৃদয়ে আরতি বলবন্ত। শ্যাম পাশে চলু দাস অনন্ত।। keyboard_arrow_right
  • চাপিয়া এ নায় হৈল কি দায়
    চাপিয়া এ নায় হৈল কি দায় দেখ দেখ বড়ি মা। জীর্ণ শীর্ণ আয়স ভিন্ন অতি পুরাতন লা।। গভীর তীর অথির নীর অগাধ নাহিক থা। বিধির ঘটনা আসিয়া পবনা উপজিল বহু বা।। পায়্যা আশ্রয় দিয়া জয় জয় যমুনা কাড়িছে রা। কল কল কল হিল্লোল কল্লোল দেখিয়া হালিছে গা।। হেলিছে দুলিছে তুলিয়া ফেলিছে টলমল স্রোতে লা। জ্ঞানদাস […] keyboard_arrow_right
  • চামড় কাঠের বাঁহুক ষোড়িআঁ
    চামড় কাঠের বাঁহুক ষোড়িআঁ ভেরছ কৈল সীকা। আগেঁ বড়ায়ি জাএ পাছে ভার বহে কাহ্ন মাঝে রাধিকা জাএ বিকা।। লড়িলা জনার্দ্দন কান্ধে লআ ভার দধি বিকে মথুরার রাজে। দেখি সব দেবাগন খলখলি হাসে ল ভাবে মজিলা দেবরাজে ।।ধ্রু।। সোনার ভাণ্ডে দধি দুধ সজাইআঁ রূপার ভাণ্ডত সজাইল ঘী। সে ভার দেব বনমালী বহে ল উলসিলী গোআলার ঝী।। […] keyboard_arrow_right
  • চামর-ডামরি শ্যামরি কবরি
    চামর-ডামরি শ্যামরি কবরি নিবিড়-তিমির রাতি। ফণি-মণিগণ ভূষণ ঐছন উয়ল উড়ুক পাঁতি।। কস্তুরি চন্দন ভ্রমরি মকরি- পত্রক চিত্রক লেখ। ললাটে সিন্দুর অনঙ্গ-মন্দির সিমন্তে সিন্দুর-রেখ।। কুন্তল-বলিকা মলিকা-কলিকা অলকাবলকা শোভে। মদন-মাদন মনহি উদিত মদন-কদন ক্ষোভে।। রতন-রচন বেণি সুশোভন কুসুম ঠামহি ঠাম। জনু পসারল অতনু মাতল করি-কর অনুপাম।। চন্দন-বিন্দু পুণিম-ইন্দু সিন্দুর-মিহির পাশে। অলকা ভুখিল রাহু বিয়াকুল ধরত ফিরত আশে।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ