চান্দক তেজ রঅনি ধর জোতি।
রজত সহিত ধনি পহিরল মোতি।।
চান্দনে তনু অনুলেপ সিঙ্গার
ধম্মিল থোএল কুন্দক ভার।।
হরি কি কহব অনুপম ভাঁতি।
সখি অভিসার দিবস সম রাতি।।
নয়নক কাজর কর ধোএ।
চান্দক উদঅ কুমুদ জনি হোএ।।
নয়ন চান্দ দুহু এক তরঙ্গ
জমুনা জল বিপরীত তরঙ্গ।।
জমুনা তরি ধনি আইলি রাতি।
তুঅ অনুরাগেঁ অঙ্গিরি কত সাতি।।
বিদ্যাপতি ভন অভিনব কান্হ‌ ।
রাএ সিবসিংহ লখিমা দেবি রমান।।