তখন নাপিত আসি প্রভুর সম্মুখে বসি ক্ষুর দিল সে চাঁচর কেশে। করি অতি উচ্চর কান্দে যত লোক সব নয়নের জলে দেহ ভাসে।। হরি হরি কিনা কৈল কাঞ্চন-নগরে। যতেক নগরবাসী দিবসে হইল নিশি প্রবেশিল শোকের সায়রে। মুণ্ডন করিতে কেশ হৈয়া অতি প্রেমাবেশ নাপিত কান্দরে উচ্চ-রায়। কি হৈল কি হৈল বলে ক্ষুর আর নাহি চলে প্রাণ ফাটি […]
keyboard_arrow_right