নব-নীরদ-নীল সুঠান তনু। ঝলমল ও মুখ চান্দ জনু।। শিরে কুঞ্চিত কুন্তল-বন্ধ ঝুটা। ভালে শোভিত গোময়-চিত্র ফোঁটা।। অধরোজ্জ্বল রঙ্গিম বিন্দু জিনি। গলে শোভিত মোতিম্-হার-মণি।। ভুজ লম্বিত অঙ্গদ মণ্ডনয়া। নখ চন্দ্রক গর্ব্ব-বিখণ্ডনয়া।। হিয়ে হার রুরু-নখ রত্ন জড়া। কটি কিঙ্কিণি ঘাঁঘর তাহে মড়া।। পদ-নূপুর বঙ্করাজ সুশোভে। থল-পঙ্কজ-বিভ্রমে ভৃঙ্গ লোভে।। ব্রজ বালক মাখন লেই করে। সভে খায়ত দেয়ত শ্যাম-অধরে।। […]
keyboard_arrow_right