ব্রজ-নন্দকি নন্দন নীলমণী।
হরি-চন্দন-তীলক ভালে বনী।।
শিখি-পুচ্ছকি বন্ধনি বামে টলী।
ফুল-দাম নেহারিতে কাম ঢলী।।
অতি কুঞ্চিত কুন্তল লম্বি চলী।।
মুখ নীল-সরোরুহ বেঢ়ি অলী।।
ভুজ-দণ্ডে বিমণ্ডিত হেমমণী।
নব বারিদ বিদ্যুত থীর জনী।।
অতি চঞ্চল লম্বিত পীত ধটী।
কল-কিঙ্কিণি সংযুত খীন কটী।।
পদ-নূপুর বাজত পঞ্চ-স্বরং।
কর-বাদন নর্ত্তন গীত বরং।।
পদ-নূপুর বাজত পঞ্চরসে।
কিবা বেণু বেয়াপিত দীগ দশে।।
যোগি যোগ ভুলে মুনি ধ্যান টলে।
ধায় কামিনি কাননে তেজি কুলে।।
গজ সর্প সঞে গিরিরাজ চলে।
সুখ সাজে-ভূ-বীরুধ পুষ্প-ফলে।।
সুর অসুর লজ্জিত শান্ত মনে।
পদ-সেবক দেব-নৃসিংহ ভণে।।