আঙ্গিনামে নাচত নন্দদুলাল। চৌদিকে ব্রজবধূ নাচত গায়ত বোলত থই থই তাল।। থমকি থমকি মৃদু মন্দ মধুর গতি ঘুঙ্গুর শবদ সুভাল। বঙ্ক বলয় ধ্বনি নূপুর ঝন ঝনি আধ আধ বোলে রসাল।। ইন্দুবদন ঘন মরকত অঞ্জন মোহন মূরতি তমাল। ঈষৎ মধুর তঁহি গীম দোলায়নি করপদপঙ্কজ লাল।। ধরণী আনন্দিত অঙ্গ বিরাজিত সুন্দর বালগোপাল। রামচন্দ্রকে প্রভু অখিল কলাগুরু ভকত […]
keyboard_arrow_right