সখী অবলম্বনে চলবি নিতম্বিনী
থম্ভবি নাথ সমীপে।
যদি হরি করে ধরি কোরে বৈঠায়ই
নিচোলে চালায়বি দীপে।।
সুন্দরি মান না রহয়ে উদাসে।
বদন আধ বিনু সাধ না পুরবি
কুচ দরশায়বি পাশে।।
বহু অনুরোধে পহুঁ কাতর দেখি
বিমুখে বৈঠবি বামে।
পাণি পরশে ঘন চমকিত চপলা
শেজ তেজি আন ঠামে।।
ভূজ যুগ জোড়ি মোড়ি করপল্লব
অম্বর সম্বরবি পীঠে।
দীন রামচন্দ্র ভণ অতি উৎকট
সঙ্কট বঙ্কিম দীঠে।।