• জয় রাধা গিরিবর ধারি
    জয় রাধা গিরিবর ধারি। নন্দনন্দন বৃষভানু দুলারি।। মোরমুকুট মুখ মুরলী জোরি। বেণি বিরাজে মুখে হাসি থোরি।। উনকি শোহে গলে বনমালা। ইনকি মোতিমমাল উজালা।। পীতাম্বর জগজনমন মোহে। নীল উঢ়নি বনি উনকি শোহে।। অরুণ চরণে মণিমঞ্জির বাওয়ে। শ্রীকৃষ্ণদাস তহিঁ মন ভাওয়ে।। keyboard_arrow_right
  • জয় রাধে কৃষ্ণ গোবিন্দ
    জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। মধুর সুগোকুল ছন্দ ছবীলে শ্রীবৃন্দাবনচন্দ।। মুরলীধর মধুসূদন মাধব গোপীনাথ মুকুন্দ। কেলিকলানিধি কুঞ্জবিহারী গিরিধর আনন্দকন্দ।। ব্রজনাগর ব্রজরাজকে নন্দন ব্রজজন নয়নানন্দ। রাধারমণ রসিক রসশেখর রসময় হাসন মন্দ।। গোপগোপাল গোপিজনবল্লভ গোকুল পরমানন্দ কমলনয়ন করুণাময় কেশব দাস গোপালে দেহ পদমকরন্দ।। keyboard_arrow_right
  • জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল
    জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জবিহারী ব্রজজীবন নন্দলাল।।ধ্রু।। সুরঙ্গ পাগ শিরে টেড়ি শোভে বাঁকে নয়ন বিশাল। তা পরে ময়ূর চন্দ্রিকা বিরাজে রতনকি পেচ রসাল।। ঘুঙ্গুর ওয়ালি অলকে ঝলকে উরে মোতিয়নকি মাল। মুরলি বাজাওয়ে রীঝ রিঝাওয়ে শুনি ধনি রহত সাম্ভাল।। নাসায় মুকুতা বেশর ঝলকে মদগজমধুরিম চাল। কৃষ্ণদাস প্রভু এই কৃপা কিজে ভেট মোহে মদন গোপাল।। keyboard_arrow_right
  • জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল
    জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জবিহারি ব্রজ জীবন নন্দলাল।। সুরঙ্গ পাগ শিরে তেরি শোভে রতনহি পেঁচ উজাল। তাপর মৌর চন্দ্রিকা বিরাজে গলে দোলে বৈজয়ন্তী মাল।। সুন্দর তিলক অলক ঝলকে বাঁকে নয়ন বিশাল। মুরলী বজায়ে রিঝি রিঝায়ে শুনি ধ্বনি মধুর রসাল।। নাসায় বিচিত্র মুকুতা দোলে মদগন্ধ মধুরিম চাল। শ্রীকৃষ্ণদাস স্বামী এই কৃপা কীজে ভেটহুঁ মদন […] keyboard_arrow_right
  • জয় রাধে শ্রীরাধে কৃষ্ণ
    জয় রাধে শ্রী- রাধে কৃষ্ণ শ্রীরাধে জয় রাধে। নন্দনন্দন বৃষ- ভানুদুলারি সকল গুণ অগাধে।।ধ্রু।। নবঘনসুন্দর নয়ন কিশোরি নিজগুণ হীতম সাধে। চাঁচর কেশে মউর শিখণ্ডক কুঞ্চিত কেশিনি জাদে।। পীতাম্বরধর উড়ে নীল শাড়ি ঘন সৌদামিনি রাজে। কানু গলে বন- মালা বিরাজিত রাই গলে মোতি সাজে।। অরুণিত চরণে মঞ্জির রঞ্জিত খঞ্জন গঞ্জন লাজে। কৃষ্ণদাস ভণে শ্রীবৃন্দাবনে যুগল কিশোর […] keyboard_arrow_right
  • জয় রে জয় বৃষভানু-কন্যা
    জয় রে জয় বৃষভানু-কন্যা। ডালে বসি ডাকে সারি প্রেমে বহে বন্যা।। সারি বলে ওহে শুক তোমার কৃষ্ণ কালো। আমাদের শ্রীরাধার রূপে জগত করে আলো।। শুক বলে আমার কৃষ্ণ মদনমোহন। সারি কহে আমার রাইয়ের সঙ্গে যতক্ষণ।। শুক বলে আমার কৃষ্ণ করে ধরে গিরি। সারি বলে আমার রাধা হৃদে ধরে গিরিধারি।। শুক বলে আমার কৃষ্ণ সুখ-সিন্ধু-সার। সারি […] keyboard_arrow_right
  • জয় রে জয় রে গোরা শ্রীশচীনন্দন
    জয় রে জয় রে গোরা শ্রীশচীনন্দন মঙ্গল নটন সুঠান রে। কীর্ত্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসু গুণ-গান রে।। দাং দ্রিমিকি দ্রিমি মাদল বাজত মধুর মঞ্জীর রসাল রে। শঙ্খ করতাল ঘন্টারব ভেল মিলন পদতলে তাল রে।। কো দেই গোরা অঙ্গে সুগন্ধি চন্দন কো দেই মালতী মাল রে।। পিরীতি ফুল শরে মরম ভেদল ভাবে সহচর ভোর রে।। […] keyboard_arrow_right
  • জয় রে জয় রে জয় নিত্যানন্দ রায়
    জয় রে জয় রে জয় নিত্যানন্দ রায়। পণ্ডিত রাঘবঘরে বিহরে সদায়।। পারিষদ সকল দেখয়ে পরতেক। ঠাকুর পণ্ডিত সে করেন অভিষেক।। নিত্যানন্দরূপ যেন মদন সমান। দীঘল নয়ান ভাঙ প্রসন্ন বয়ান।। নানা আভরণ অঙ্গে ঝলমল করে। আজানুলম্বিত মালা অতি শোভা ধরে।। অরুণ কিরণ জিনি দুখানি চরণ। হৃদয়ে ধরিয়া কহে দাস বৃন্দাবন।। keyboard_arrow_right
  • জয় রে জয় রে শ্রী নিবাস নরোত্তম
    জয় রে জয় রে শ্রী নিবাস নরোত্তম রামচন্দ্র শ্রীগোবিন্দদাস। জয় শ্রীগোবিন্দ গতি অগতি জনার গতি প্রেমমূরতি পরকাশ।। শ্রীদাস গোকুলানন্দ চক্রবর্ত্তী শ্রীগোবিন্দ শ্রীরামচরণ শ্রীল ব্যাস। শ্যামদাস চক্রবর্ত্তী কবিরাজ নৃসিংহ খ্যাতি কর্ণপুর শ্রীবল্লবীদাস।। শ্রীগোপীরমণ নাম ভগবান গোকুলাখ্যান ভক্তি-গ্রন্থ কৈলা পরকাশ। প্রভুর প্রেয়সী রামা শ্রীগৌরাঙ্গপ্রিয়া নামা জাজীগ্রামে সতত বিলাস।। শ্রীমতী দৌপদী আর শ্রীঈশ্বরী খ্যাতি যাঁর গৌরপ্রেম ভক্তিরসে ভাসে। […] keyboard_arrow_right
  • জয় শচিনন্দন ভুবন-আনন্দ
    জয় শচিনন্দন ভুবন-আনন্দ। আনন্দ শকতি মিলিত নবদ্বীপ ঊয়ল নব-রস কন্দ।।ধ্রু।। গো-খুর-ধুলি দীশই উহ অম্বর শুনি বর-বেণু-নিসান। অপরূপ শ্যাম মধুর-মধুরাধরে মৃদু মৃদু মুরলিক গান।। এত কহি ভাবে বিবশ গৌর-তনু পুন কহে গদগদ বাত। শ্যাম সুনাগর বন সঞে আওত সম-বয় সহচর সাথ।। মঝু মন নয়ন জুড়ায়ল কলেবর সফল ভেল ইহ দেহ। রাধামোহন কহ ইহ অপরূপ নহ মুরতিমন্ত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ