জয় রে জয় বৃষভানু-কন্যা।
ডালে বসি ডাকে সারি প্রেমে বহে বন্যা।।
সারি বলে ওহে শুক তোমার কৃষ্ণ কালো।
আমাদের শ্রীরাধার রূপে জগত করে আলো।।
শুক বলে আমার কৃষ্ণ মদনমোহন।
সারি কহে আমার রাইয়ের সঙ্গে যতক্ষণ।।
শুক বলে আমার কৃষ্ণ করে ধরে গিরি।
সারি বলে আমার রাধা হৃদে ধরে গিরিধারি।।
শুক বলে আমার কৃষ্ণ সুখ-সিন্ধু-সার।
সারি বলে আমার রাধা প্রেমের ভাণ্ডার।।
শুক বলে আমার কৃষ্ণের বামে চূড়া টলে।
সারি বলে আমার রাইয়ের চরণ পাবে বলে।।
শুক বলে আমার কৃষ্ণের মুরলির ধ্বনি।
সারি বলে আমার রাইয়ের সুমধুর বাণি।।
শুক বলে আমার কৃষ্ণের চন্দনের বিন্দু।।
সারি বলে আমার রাধার সিন্দুরের বিন্দু।।
সারি শুকের দ্বন্দ্ব শুনি কোকিলা কোকিলি।
উলসিত জয় জয় রাধাকৃষ্ণ বলি।।
তা শুনি আনন্দে ভাসে ভ্রমরা ভ্রমরী।
রাই শ্যাম বেড়ে তারা গুণ গুণ করি।।
তা দেখি মউরী নাচে মউরের সঙ্গে।
গোবিন্দদাস ভাসে প্রেমের তরঙ্গে।।