“জলদ-বরণ কানু দলিত-অঞ্জন তনু উদয় হয়াছে সুধাময় । নয়ন-চকোর মোর পিতে করে উতরোল নিমিখে নিমিখ নাহি সয়।। সই, কি পেখলু যমুনার কুলে। ভালে সে গোকুল –নাগরী পাগল সকল লোকেতে বলে।।ধ্রু।। কিবা সে চাহনি ভুবন-ভুলানী দোলনী গলার মাল। মধুর ছলে ভ্রমরা বুলে বেড়িয়া তঁহি রসাল।। দুইটি লোচন মদনের বাণ চাহিয়া পরাণে হানে। পশিয়া মরমে ঘুচায়ে ধরমে […]
keyboard_arrow_right