জলদবরণ এক যুবা।
যুবতীর জাতি কুল ডুবা।।
দেখে এলাম যমুনার ঘাটে
রূপে কোটি মদন আঁটে।।
সেই রূপ আমার হিয়ার মাঝে জাগে।
তা বিনে সকল শূন্য লাগে।।
দিয়া জাতি কুলের বিদায়।
শরণ লইনু রাঙ্গা পায়।।
গোবিন্দদাসের চিতে জাগে।
চল রূপ দেখি গিয়া আগে।।