• জলের জীব কাঁদয়ে দেখিয়া প্রতিবিম্ব
    জলের জীব কাঁদয়ে দেখিয়া প্রতিবিম্ব কাননে কাঁদয়ে পশুপাখী। তরুয়া পুলকিত পাষাণ দরবিত অন্ধ কান্দয়ে মূক ভাখি।। অপরূপ গোরাচাঁদের লেহ। অসীম অনুভব এক মুখে কি কহব মনে মুখে না আইসে সেহ।।ধ্রু।। কুলের কুলবধূগণে ফুকরি ফুকরি কাঁদে বধির জড় কাঁদে ধাঁদে। মায়ের স্তন ছাড়ি দুধের বালক যেই না জানি কি লাগি সেই কাঁদে।। এমন অবতার হবে নাহি […] keyboard_arrow_right
  • জসু মুখ সেবক পুনিমক চন্দা
    জসু মুখ সেবক পুনিমক চন্দা। নয়নক নেঞােছন নব অরবিন্দা।। অধর নিমাল মধুরি ফুল থাকা। তোঁহেঁ ককেঁ পাউলি অমিঞ সলাকা।। আইলি কলাবতি তুঅ রতি সাধে। তোহে পরিহরলি কওন অপরাধে।। ভঞুহক অনুচর মনমথ চাপে। পিক পঞ্চম পরিপন্থি অলাপে।। জা সয়ঁ বিহুসি দরস অনুরাগে অনল ঝাঁপতে কএল পআগে।। অনুভবি ভঙ্গুর ভাব তোহারে। সংসঅ ন তেজএ হৃদয় হমারে।। কী […] keyboard_arrow_right
  • জহাঁ জহাঁ পদ-জুগ ধরঈ
    জহাঁ জহাঁ পদ-জুগ ধরঈ। তহিঁ তহিঁ সরোরুহ ভরঈ।। জহাঁ জহাঁ ঝলকত অঙ্গ। তহিঁ তহিঁ বিজুরি-তরঙ্গ।। কি হেরল অপরুব গোরি। পইঠল হিয় মাঁহ মোরি।। জহাঁ জহাঁ নয়ন -বিকাস। তহিঁ তহিঁ কমল-পরকাস।। জহাঁ লহু হাস-সঞ্চার। তহিঁ তহিঁ অমিয়-বিথার।। জহাঁ জহাঁ কুটিল কটাখ। ততহিঁ মদন-সর লাখ।। হেরইত সে ধনি থোর। অব তিন ভুবন অগোর।। পুনু কিএ দরসন পাব। […] keyboard_arrow_right
  • জহাঁ জহাঁ পদজুগ ধরঈ
    জহাঁ জহাঁ পদজুগ ধরঈ। তহিঁ তহিঁ সরোরুহ ভরঈ।। জহাঁ জহাঁ ঝলকত অঙ্গ। তহিঁ তহিঁ বিজুরি তরঙ্গ।। কি হেরলুঁ অপরুব গোরি। পইঠল হিয় মাহ মোরি।। জহাঁ জহাঁ নয়ন বিকাস। ততহিঁ কমল পরকাস।। জহাঁ জহাঁ হাস সঞ্চার। তহিঁ তহিঁ অমিয় বিথার।। জহাঁ জহাঁ কুটিল কটাখ। ততহিঁ মদন সর লাখ।। হেরইত সে ধনি থোর। অব তিন ভুবন অগোর।। […] keyboard_arrow_right
  • জহি খনে নিঅর গমন হোঅ মোর
    জহি খনে নিঅর গমন হোঅ মোর। তহি খনে কাহ্নু, কুসল পুছ তোর।। মন দএ বুঝল তোহর অনুরাগ। পুনফলে গুনমতি পিআ মন জাগ।। পুনু পুছ পুনু পুছ মোর মুখ হেরি। কহিলিও কহিনী কহবি কত বেরি।। আন বেরি অবসর চাল আন। অপনে রভসে কর কহিনী কান।। লুবুধল ভমরা কি দেব উপাম। বাধলা হরিন ন ছাড়এ ঠাম।। keyboard_arrow_right
  • জহিআ কাহ্ন দেল তোহে আনি
    জহিআ কাহ্ন দেল তোহে আনি। মনে পাওল ভেল চৌগুন বানি।। আবে দিনে দিনে পেম ভেল থোল। কএ অপরাধ বোলব কত বোল।। অবে তোহি সুন্দরি মনে নহি লাজ। হাথক কাকন অরসী কাজ।। পুরুসক চঞ্চল সহজ সভাব। কএ মধুপান দহও দিস ধাব।। একহি বেরি তঞে দূর কর আস। কূপ ন আবএ পথিকক পাস।। গেলে মান অধিক হোঅ […] keyboard_arrow_right
  • জা লাগি চাঁদন বিখ তহ ভেল
    জা লাগি চাঁদন বিখ তহ ভেল চাঁদ অনল জা লাগি রে। জা লাগি দখিন পবন ভেল সায়ক মদন বৈরি জা লাগি রে।। কে কাহ্নু কতে দিনে পাহুন হসি ন নিহারসি তাহি রে। হৃদয়ক হার হঠে টারহ জনু পেম সুধা অবগাহি রে।। রোঅইতে নোরে আতু্র ভেল লোচন রয়নি জাম জুগে গেল রে। ফূজল চিকুর চীর নহি […] keyboard_arrow_right
  • জাইতি দেখলি পথ নাগরি সজনি গে
    জাইতি দেখলি পথ নাগরি সজনি গে আগরি সুবুধি সোয়ানি। কনক-লতা সনি সুন্দরি সজনি গে বিহি নিরমাওল আনি।। হস্তি-গমন জকাঁ চলইতি সজনি গো দেখইতি রাজ-কুমারি। জনিকঁর এহন সোহাগিনি সজনি গে পাওল পদারথ তারি।। নীল বসন তন ঘেরলি সাজনি গে সির লেল চিকুর সসারি। তাপর ভমরা পিবত রস সজনি গো বইসল পাঁখি পসারি।। কেহরি সম কটি-গুন অছি […] keyboard_arrow_right
  • জাউন বামুন তেজ সনান
    জাউন বামুন তেজ সনান জাউনি মা…………নন জাউন বাড় ঘৌকরী নাব জাউন রসি কতে লাগাব।। জাউ আএল কহব কাহী বড় পরাভব পবন চাহী।। ………….. পিঠেক জাউ সেহ ও লহ বথি অনল ফুকিঅ হেরি অসুর সিসির পাবি সেহ ও ভেল দূর।। বুঝি (?) ……………………. জাউন বীর কে সে হোএত বাহর। মনহি মনক বিঅনে আব তেসন সিংহ তইসন […] keyboard_arrow_right
  • জাগল জামিক জন চউদিস গরজ ঘন
    জাগল জামিক জন চউদিস গরজ ঘন সাসু নহি তেজএ গেহা রে। তইও সে চলল বুধিবলে কউসল এত বড় তোহর সিনেহা রে।। এ হরি তোহর থৈরজ জত সে সব কহব কত ধনি গেলি সূন সঁকেতা রে। জদি ন অএলা হে তোহে ধনি সে কহলি কোহে থোইআ গেলি মালতি মালারে।। সগরি রয়নি জাগি তুঅ দরসন লাগি তরুতর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ