জলের জীব কাঁদয়ে দেখিয়া প্রতিবিম্ব
কাননে কাঁদয়ে পশুপাখী।
তরুয়া পুলকিত পাষাণ দরবিত
অন্ধ কান্দয়ে মূক ভাখি।।
অপরূপ গোরাচাঁদের লেহ।
অসীম অনুভব এক মুখে কি কহব
মনে মুখে না আইসে সেহ।।ধ্রু।।
কুলের কুলবধূগণে ফুকরি ফুকরি কাঁদে
বধির জড় কাঁদে ধাঁদে।
মায়ের স্তন ছাড়ি দুধের বালক যেই
না জানি কি লাগি সেই কাঁদে।।
এমন অবতার হবে নাহি আর
কেবল করুণার সিন্ধু।
পতিত মূঢ় জড় অজড় উদ্ধারিল
কেবল বঞ্চিত ভেল যুদ ।।