প্রাণ সই কি কহব হামো হতভাগী।
দুঃসহ মদন শরে দহে মোরে নিরন্তরে উঠি বসি নিশি রহো জাগি।। ধু
বসন্ত খরিএ গেল পাউকের রিত ভেল এবেহু না আইসে পীউ মেরা।
ঘন ঘন গরজন বিজুলি চমকে ঘন দশদিশ বহে ঘন ধারা।।
কুলসি দাদুরি নাদ পাপী অতি পরমাদ কুসুম পরসে তনু কাম্পে।
মৃদমদ সৌরভ চন্দন পরিমল পিআ বিনে সকলি সন্তাপে।।
কিএ বিধি ভেল বাম পিআ গেল দূর ঠাম তনু সে যৌবন গেল ভারা।
যদি সে না মিলে পিউ আনলে তেজিমু জিউ পিআ বিনে সব আন্দিয়ারা।।
কহে ফতেখানে সখি উপায় আছএ নাকি শ্রীযুত এব্রাহিম খান।
ভব কলপ তরু জানহ আহ্মার গুরু পির মিল সাহা ছুলতান।।