প্রাণ সখি গো পিরিত কৈরে ঠেক্‌লাম বিষম দায়
আমি মনে করি আর যাবনা ঐ পাগল পাড়ায়।
সখি গো লোকে বলে কলঙ্কিনী, আমি হলেম কুল নাশিনী
বল্‌তে গেলে হৃদয় ফেটে যায় সখি গো
আমার একুল গেল সেকুল গেল, না পেলেম আর কোন কুল
এখন আমি কি করি উপায়।
সখি গো রাস্তায় ঘাটে লোকে বলে, কোন্‌ রঙ্গে তুই পাগল হলে,
ধূলাবালি লাগাইয়ে গায় সখি গো,
মুড়াইয়া মাথার কেশ, ধরিয়াছ পাগল বেশ, লোকে কেন ঢিলা মারে গায়।
সখি গো থাক্‌ব আমি গুসা কৈরে, আর যাবনা কালার ধারে
তবু কেন প্রাণে যাইতে চায় সখি গো
আমি রইতে নারি কালার টানে, চম্‌কে চম্‌কে উঠে প্রাণে,
তখন কি আর সহ্য করা যায়।
সখি গো আর কত সহিব জ্বালা জ্বলে পুড়ে হলেম কালা,
তবু কালায় ফিরে নাহি চায় সখি গো
আবদুল বারী পিরিত করি, সমাজেতে হলেম বৈরি,
ওগো দেশ বিদেশে কলঙ্ক গীত গায়।।