• আমার বন্ধে যেমন বাঁশি বাজায় গো সখি ব’সে কদমতলাতে
    আমার বন্ধে যেমন বাঁশি বাজায় গো সখি ব’সে কদমতলাতে । আয় তোরা কে যাবে শুনিতে।। বন্ধের বাঁশির সুরে, প্রাণ যেন মোর কেমন করে, আমার অন্তর দহন করে রইতে না দেয় ঘরেতে।। যে শুনিবে বাঁশীর গান, রবেনা তার কুলমান, উড়ে যাবে মন প্রাণ, সেই গাছের তলাতে।। বন্ধের গলায় দিয়ে মালা, পরে থাক্‌ব চরণ তলা। কত রঙ্গে […] keyboard_arrow_right
  • আমি বন্ধের আসকের মরা প্রাণ সই গো কি করিবে মন্দে বৈলে তোরা
    আমি বন্ধের আসকের মরা প্রাণ সই গো কি করিবে মন্দে বৈলে তোরা। সই গো সই লোকের মন্দ তিলেক করি, ছাড়িয়াছি ঘর বাড়ী, এই কথা কি জানিস না গো তোরা, ঘৃণা লজ্জা নাই গো আমার, আমি বন্ধের বন্ধু আমার, দুজনাতে একই প্রেমের মরা। সই গো সই হয়েছি কলঙ্কের ডালা, সইতে হবে কত জ্বালা, অভাগিরে যাহা বলিস্‌ […] keyboard_arrow_right
  • কদম তলায় বৈসে কালায় রে কালায় বাঁশরী বাজায়
    কদম তলায় বৈসে কালায় রে কালায় বাঁশরী বাজায় কালার বাঁশীর টানে ঘরের কুনে থাকা নাহি যায়। যখন কালায় বাজায় বাঁশী, তখন কি আর ঘরে বসি, রইতে পারা যায় আমার মনে লয় তার কাছে বসি, ধরি রাঙ্গা পায়। বাজায় বাঁশী গুণ গুণ সুরে, ধরতে গেলে পাইনা তারে, হল বিষম দায় সে যে একই ঘরে বশত কৈরে,ফাকিদা […] keyboard_arrow_right
  • কার কাছে জানাইব গো দুঃখ কার কাছে জানাই
    কার কাছে জানাইব গো দুঃখ কার কাছে জানাই আমি নিদ্রা হৈতে জাইগে দেখি বন্ধু কাছে নাইগো সখি। কাল নিদ্রায় বিভুর হৈয়ে হারাইলাম কানাই আপন দোষে মন বেহুসে কাইন্দা কাল কাটাই গো সখি। আগে যদি জানতাম গো সখি তবে কি ঘুমাই আমার বন্ধের সনে আলাপনে জাগিয়া পোহাই গো সখি। আমার কর্মদোষে রৈলাম বৈসে পাইয়া পাইলাম নাই […] keyboard_arrow_right
  • তোরে মিনয় করি চরণ ধরি বৈলা দেগো রাই
    তোরে মিনয় করি চরণ ধরি বৈলা দেগো রাই হৃদয়ের ধন রতন মণি কোথায় গেলে পাই। আমি কি করিব কোথায় যাব হারা হয়েছি কানাই।। পশু পক্ষী বৃক্ষ লতা, জিজ্ঞাসা করি কানাইর কথা গো ওগো কেও বলেনা মনের কথা, কৈ গেলে প্রাণ জুড়াই। যার কাছে বসিয়ে কাঁদি, সে হৈয়া যায় আমারি যদি গো বুঝি কপালে লেখেছে বিধি, […] keyboard_arrow_right
  • প্রাণ সখি গো পিরিত কৈরে ঠেক্‌লাম বিষম দায়
    প্রাণ সখি গো পিরিত কৈরে ঠেক্‌লাম বিষম দায় আমি মনে করি আর যাবনা ঐ পাগল পাড়ায়। সখি গো লোকে বলে কলঙ্কিনী, আমি হলেম কুল নাশিনী বল্‌তে গেলে হৃদয় ফেটে যায় সখি গো আমার একুল গেল সেকুল গেল, না পেলেম আর কোন কুল এখন আমি কি করি উপায়। সখি গো রাস্তায় ঘাটে লোকে বলে, কোন্‌ রঙ্গে […] keyboard_arrow_right
  • বন্ধু তুমি আমার ইয়ার প্রাণধন তুমি বিনে শূন্য দেখি মধুর বৃন্দাবন
    বন্ধু তুমি আমার ইয়ার প্রাণধন তুমি বিনে শূন্য দেখি মধুর বৃন্দাবন। যথায় তথায় যাওরে বন্ধু রাখিও স্মরণ, তুমি বিনে অভাগিণীর কে আছে আপন। তোমাতে সপিয়াছি জীবন যৌবন, যা বলুক তা বলুক লোকে ছার্‌ব না কখন। ভেবে অভয় দাসে বলে যদি হয় মরণ, তবু না ছাড়িব বন্ধু তোমার শ্রীচরণ। keyboard_arrow_right
  • বন্ধে কেন ভিন্ন ভাসে মোরে প্রাণ সই গো লাগাল পাইলে জিজ্ঞাসিও তারে
    বন্ধে কেন ভিন্ন ভাসে মোরে প্রাণ সই গো লাগাল পাইলে জিজ্ঞাসিও তারে। সই গো সই আমার বাড়ীর ধারে দিয়া, মোহন বাঁশী বাজাইয়া সদায় বন্ধে আসা যাওয়া করে, জিজ্ঞাসিলে কয়না কথা, লুকাইয়া যায়গা মাথা, আমার সনে শব্দ নাহি করে। সই গো সই এত ছিল ভালবাসা, প্রাণে প্রাণে মিলামিশা,কত যত্নে রেখেছিল মোরে, কৈ গেল সেই ভালবাসা, আমারে […] keyboard_arrow_right
  • সুনা বন্ধুরে আমার কি উপায়, এই ভাবে আর কত জনম থাক্‌ব জেল খানায়
    সুনা বন্ধুরে আমার কি উপায়, এই ভাবে আর কত জনম থাক্‌ব জেল খানায়। বন্ধুরে হয়েছি আসামীরে বন্ধু বেড়ি হাতে পায়; দেওনা মোরে খালাস কৈরে ধরি তোমার পায়। বন্ধুরে মায়া জালে হৈয়া বন্দি লোভেতে দৌড়ায় ধর্ম কর্ম সব হারাইলাম বেলা গৈয়ে যায়। বন্ধুরে আবদুল বারী হৈলেম বন্দি কলির যমুনায়; কি করিব কোথায় যাব পরছি বেফানায়। keyboard_arrow_right
  • সুনা বন্ধুরে দুঃখিনীর ধন কানাই
    সুনা বন্ধুরে দুঃখিনীর ধন কানাই একবার এসে দেখা দাও দেইখে প্রাণ জুড়াই। বন্ধুরে কোন দেশেতে বশত কর ঠিক্‌না নাহি পাই জন্ম দুঃখি অভাগিনী ঘুড়িয়া না পাই। বন্ধুরে আপন বল্‌তে এ জগতে আমার কেহ নাই তুমি যদি ভিন্ন বাস আমি কোথায় যাই। বন্ধুরে দয়া কর দয়াল বন্ধু দেখতে যেন পাই এবার না পাইলে দেখা পাছের আশা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ