সুনা বন্ধুরে দুঃখিনীর ধন কানাই
একবার এসে দেখা দাও দেইখে প্রাণ জুড়াই।
বন্ধুরে কোন দেশেতে বশত কর ঠিক্‌না নাহি পাই
জন্ম দুঃখি অভাগিনী ঘুড়িয়া না পাই।
বন্ধুরে আপন বল্‌তে এ জগতে আমার কেহ নাই
তুমি যদি ভিন্ন বাস আমি কোথায় যাই।
বন্ধুরে দয়া কর দয়াল বন্ধু দেখতে যেন পাই
এবার না পাইলে দেখা পাছের আশা নাই।
বন্ধুরে আবদুল বারীর মনের আবেগ কার কাছে জানাই
তুমি বিনে ব্যথার ব্যথি আমার কেহ নাই।