কার কাছে জানাইব গো দুঃখ কার কাছে জানাই
আমি নিদ্রা হৈতে জাইগে দেখি বন্ধু কাছে নাইগো সখি।
কাল নিদ্রায় বিভুর হৈয়ে হারাইলাম কানাই
আপন দোষে মন বেহুসে কাইন্দা কাল কাটাই গো সখি।
আগে যদি জানতাম গো সখি তবে কি ঘুমাই
আমার বন্ধের সনে আলাপনে জাগিয়া পোহাই গো সখি।
আমার কর্মদোষে রৈলাম বৈসে পাইয়া পাইলাম নাই
হলেম সারা বন্ধুছাড়া মোর কপালে ছাই গো সখি।
আবদুল বারী বিনয় করি কৈও বন্ধের ঠাই
বন্ধে যদি না দেয় দেখা কেম্‌নে প্রাণ বাঁচাই গো সখি, কার কাছে জানাই।