বন্ধে কেন ভিন্ন ভাসে মোরে প্রাণ সই গো লাগাল পাইলে জিজ্ঞাসিও তারে।
সই গো সই আমার বাড়ীর ধারে দিয়া, মোহন বাঁশী বাজাইয়া সদায় বন্ধে আসা যাওয়া করে,
জিজ্ঞাসিলে কয়না কথা, লুকাইয়া যায়গা মাথা, আমার সনে শব্দ নাহি করে।
সই গো সই এত ছিল ভালবাসা, প্রাণে প্রাণে মিলামিশা,কত যত্নে রেখেছিল মোরে,
কৈ গেল সেই ভালবাসা, আমারে কর্‌ল নিরাশা, কি জানি পড়িল তার অন্তরে।
সই গো সই বন্ধে যদি বাসে ভিন্‌ অভাগিনী বাঁচব কয়দিন, তনুহীন সদায় চিন্তা জ্বরে,
আবদুল বারী মিনয় করি, কৈও বন্ধের চরণ ধরি, দরদি আর কে আছে সংসারে।