কদম তলায় বৈসে কালায় রে কালায় বাঁশরী বাজায়
কালার বাঁশীর টানে ঘরের কুনে থাকা নাহি যায়।
যখন কালায় বাজায় বাঁশী, তখন কি আর ঘরে বসি, রইতে পারা যায়
আমার মনে লয় তার কাছে বসি, ধরি রাঙ্গা পায়।
বাজায় বাঁশী গুণ গুণ সুরে, ধরতে গেলে পাইনা তারে, হল বিষম দায়
সে যে একই ঘরে বশত কৈরে,ফাকিদা ঘুরায়।
মন চুরা কালশশী, কি সন্ধানে বাজায় বাঁশী বুঝা নাহি যায়।।
ও তার বাঁশীর টানে নগর বাসী, পাগল হৈয়া যায়।
কদম্ব তলাতে বসি, যখন কালায় বাজায় বাঁশী, হৃদয় ফেটে যায়
ওহে আবদুল বারী হয় উদাসী বাঁশীর জ্বালায়।