আমার বন্ধে যেমন বাঁশি বাজায় গো সখি ব’সে কদমতলাতে ।
আয় তোরা কে যাবে শুনিতে।।
বন্ধের বাঁশির সুরে, প্রাণ যেন মোর কেমন করে,
আমার অন্তর দহন করে রইতে না দেয় ঘরেতে।।
যে শুনিবে বাঁশীর গান, রবেনা তার কুলমান,
উড়ে যাবে মন প্রাণ, সেই গাছের তলাতে।।
বন্ধের গলায় দিয়ে মালা, পরে থাক্‌ব চরণ তলা।
কত রঙ্গে কর্‌ব খেলা, এই আশা মোর মনেতে।।
যখন উঠে প্রেম জ্বালা আবদুল বারী হয় উতালা ।
পিরিতের কি এত জ্বালা না পারি আর সহিতে।।