আমি বন্ধের আসকের মরা প্রাণ সই গো কি করিবে মন্দে বৈলে তোরা।
সই গো সই লোকের মন্দ তিলেক করি, ছাড়িয়াছি ঘর বাড়ী, এই কথা কি জানিস না গো তোরা,
ঘৃণা লজ্জা নাই গো আমার, আমি বন্ধের বন্ধু আমার, দুজনাতে একই প্রেমের মরা।
সই গো সই হয়েছি কলঙ্কের ডালা, সইতে হবে কত জ্বালা, অভাগিরে যাহা বলিস্‌ তোরা,
জিয়নে মরণে বন্ধু, আওয়ালে আখেরে বন্ধু, আমার কিছু নাইগো বন্ধু ছাড়া।
সই গো সই আমি জানি আমার বেদন, লোকে কেন দেয় জ্বালাতন,
এই বুঝি গো স্বভাবের ধারা,
আবদুব বারী কয় কাতরে, বন্ধের প্রেমে যে জন মরে, কলঙ্কের হাড় সর্ব্ব অঙ্গ জড়া–