তোরে মিনয় করি চরণ ধরি বৈলা দেগো রাই
হৃদয়ের ধন রতন মণি কোথায় গেলে পাই।
আমি কি করিব কোথায় যাব হারা হয়েছি কানাই।।
পশু পক্ষী বৃক্ষ লতা, জিজ্ঞাসা করি কানাইর কথা গো
ওগো কেও বলেনা মনের কথা, কৈ গেলে প্রাণ জুড়াই।
যার কাছে বসিয়ে কাঁদি, সে হৈয়া যায় আমারি যদি গো
বুঝি কপালে লেখেছে বিধি, খণ্ডাইবার উপায় নাই।
দুঃখ লগ্নে জন্ম আমার, দুঃখের নাহি পারাপার গো
ওগো কে ঘুচাবে দুঃখ আমার কি দিয়ে মন বুঝাই।
কি দোষ দিব বিধাতারে, সকলি কপালে করে গো
ওগো আবদুল বারী কর্ম ফেরে, কান্দিয়া কাল কাটাই।