• জৌবন রতন অছল দিন চারি
    জৌবন রতন অছল দিন চারি। তাবে সে আদর কএল মুরারি।। আবে ভেল ঝাল কুসুম রস ছুছ। বারি-বিহুন সর কেও নহি পূছ।। হমরি তু বিনতী কহব সখি গোএ। সুপরুখ সিনেহ অনুনহি হোএ।। জাবে সে ধন রহ অপনা হাথ। তাবে সে আদর কর সঙ্গ সাথ।। ধনিকক আদর সব কা হোএ। নিরধন বাপুন পুছ নহি কোএ।। keyboard_arrow_right
  • জ্বলিয়াছে বিচ্ছেদের অনল হারা হইলাম বুদ্ধিবল
    জ্বলিয়াছে বিচ্ছেদের অনল, হারা হইলাম বুদ্ধিবল। বল বল বন্ধুয়ার কথা বল।। প্রাণের বন্ধু যারে বলি, সেত আমায় প্রাণে মাইল। এ গো তবু তারে না দেখিলে ঝুরে আংখি টলমল।। কি করিম কোন লাজে, যাব আমি যোগীর সাজে। এ গো যথা গেলে বন্ধু মিলে তথায় যাব চল চল।। কেহ যদি দেখে শুনে, বলিয়া থাকে ঘরের কোণে। এ […] keyboard_arrow_right
  • জ্বলিল জ্বলিল জ্বলিয়া উঠিল প্রেমেরি আগুনি লেগেছে গায়
    জ্বলিল জ্বলিল জ্বলিয়া উঠিল প্রেমেরি আগুনি লেগেছে গায়। জ্বলিল অঙ্গ জ্বলিল প্রত্যঙ্গ জ্বলে পুড়ে সাঙ্গ হায় হায় হায়।। হৃদয় জ্বলিয়া হয়েছে আলীয়া প্রাণনাথ কালিয়া রহিল কোথায়। ডাকি বারে বারে না চাহিল ফিরে কঠিন কি হয় রে হৃদয় তার।। ধারে নাহি আসে কাছে নাহি বসে ভাল নাহি বাসে সে গো আমায়। বন্ধু শ্যামরায় যার পানে চায় […] keyboard_arrow_right
  • জ্বলে অঙ্গ জ্বলে গো বিষে
    জ্বলে অঙ্গ জ্বলে গো বিষে। কামড় মাইল প্রেম সাপে। কোন সে নাগে, মাইল গো কামড় গুণিন কি তার আছে। ডান অঙ্গে কৈল ভর, বামে বিকাশ জ্বর, জলদি করি নেও মোরে, শ্যাম শ্মশানে যদি পরাণ পচে। ওগো ভোগ বৈদ্য সব দিতে আছি গয়না ঘাটির সব বেচে। যখন অসহ্য হয় প্রেম জ্বালা, জুড়াই শূন্য কসলীর গলা। কোথায় […] keyboard_arrow_right
  • জ্বালার উপর জ্বালা সই
    জ্বালার উপর জ্বালা সই জ্বালার উপর জ্বালা। জলকে যাই পথ না পাই বসন টানে কালা।। সরম কর‍্যা ভরম কর‍্যা বসন দিলাম মাথে। সকল সখীর মাঝে কালা ধরে আমার হাতে।। রস করিতে জানে যদি তবে সে মনের সুখ। গোপত কথা বেকত করে এই সে বড় দুখ।। চলমল্যাকে চতুর বলি হেটমুড়্যাকে জপু। রস জানিলে রসিক বলি নৈলে […] keyboard_arrow_right
  • জ্যৈষ্ঠে প্রচণ্ড তাপ তপত সিকতা
    জ্যৈষ্ঠে প্রচণ্ড তাপ তপত সিকতা। কেমনে বঞ্চিবে প্রভু পদাম্বুজ রাতা।। সোঙরি সোঙরি প্রাণ কান্দে নিশি দিন। ছটফট করে যেন জল বিনে মীন।। ও গৌরাঙ্গ প্রভু হে তোমার নিদারুণ হিয়া। অনলে প্রবেশ করি মরিবে বিষ্ণুপ্রিয়া।। keyboard_arrow_right
  • 1
  • 23
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ