জনম গেল পরদুখে কত বা সহিব। কানু কানু করি কত নিশি পোহাইয়।। অন্তরে রহিল ব্যথা কুলে কি করিবে। অনুরাগে কোন দিন গরল ভখিবে।। মনেতে করেছি কুলে দিব তিলাঞ্জলি। দেশান্তরী হব গুরুদিঠে দিয়া বালি।। ছাড়িনু গৃহের সাধ কানুর লাগিয়া। পাইনু উচিত ফল আগে না বুঝিয়া।। অবলা কি জানে এমত হইবে পাছে। তবে এমন প্রেম করিব কেন […]
keyboard_arrow_right